ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

রবি ঠাকুরের পূর্বপুরুষের বসত ভিটার সন্ধানে

শেখ হেদায়েতুল্লাহ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৬, ডিসেম্বর ২৭, ২০১১
রবি ঠাকুরের পূর্বপুরুষের বসত ভিটার সন্ধানে

খুলনা: বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আদি পুরুষের বসত ভিটার সন্ধানে খুলনার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে পরীক্ষামূলক খনন কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।

মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে এ খনন কাজের উদ্বোধন করা হয়েছে।



প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক (খুলনা) শিহাব উদ্দিন মো. আকবর পরীক্ষামূলক এ খনন কাজ উদ্বোধন করেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক আব্দুল বাতেন, সহকারী কাস্টডিয়ান গোলাম ফেরদৌস প্রমুখ।

শিহাব উদ্দিন  মো. আকবার বাংলানিউজকে জানান, গত বছর (২০১০) খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে রবি ঠাকুরের আদি পুরুষের বাড়ির মূল ভবনের স্থাপনা আবিষ্কৃত হয়। সে সময়ে এখানে পরীক্ষামূলক খননের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে অর্থ বরাদ্দ চাওয়া হয়।

এ বছর পরীক্ষামূলক খননের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, রবি ঠাকুরের আদি পুরুষের ভবনের মূল স্থাপনা এর আগেই ভেঙ্গে ফেলা হয়েছে। কিন্তু এর মূল ভিত্তি  রয়েছে। তা উন্মোচন করা গেলে এর সংস্কার করে সংরক্ষণ করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো  হবে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।