ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এইদিন’।
৩১ মার্চ ২০২০, মঙ্গলবার। ১৬ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এইদিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
১৭৭৪- কলকাতায় পোস্টমাস্টার জেনারেল পদ সৃষ্টি।
১৮০৭- খিদিরপুর থেকে প্রথম বাষ্পচালিত ব্রিটিশ-ভারতীয় জাহাজ পানিতে ভাসানো হয়।
১৮২৪- প্রথম ভারতীয় টাকশালের ভিত্তিপ্রস্তর স্থাপন।
১৮৮২- কলকাতায় প্রথম টেলিফোন এক্সচেঞ্জ চালু।
১৮৮৯- প্যারিসে আইফেল টাওয়ার উদ্বোধন। সুউচ্চ এ লৌহকাঠামোটি ফ্রান্সের অন্যতম একটি স্থাপনা। ফরাসি বিপ্লবের শতবর্ষপূর্তিতে নির্মাণ করা হয় এ স্থাপনাটি। গুস্তাভ আইফেলের নামানুসারে এর নামকরণ করা হয়। তার কোম্পানিই এ টাওয়ার নির্মাণ প্রকল্পটি গ্রহণ করেছিল। টাওয়ারটির উচ্চতা ৩২০ মিটার (১০৫০ ফুট)। ১৯৩০ সাল পর্যন্ত আইফেল টাওয়ার ছিল পৃথিবী সবচেয়ে উঁচু স্থাপনা।
১৯২১- মঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৯৬৬- সাবেক সোভিয়েত ইউনিয়ন লুন টেন নামে প্রথম চন্দ্র প্রদক্ষিণকারী একটি মহাকাশযান উৎক্ষেপণ করে।
১৯৯১- মধ্যরাতে ওয়ারশ জোট আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়।
জন্ম
১৫৯৬- ফরাসি দার্শনিক, গণিতজ্ঞ, বিজ্ঞানী রেনে দেকার্ত। তিনি পাশ্চাত্যের প্রথম আধুনিক দার্শনিক হিসেবে স্বীকৃত। তিনি একজন দ্বৈতবাদী দার্শনিক। তাছাড়া তিনি জ্যামিতি ও বীজগণিতের মধ্যকার সম্পর্ক নিরূপণ করেন।
১৯১৪- সাহিত্যে নোবেলজয়ী ম্যাক্সিকান কবি অক্তাবিও পাজ।
মৃত্যু
১৭২৭- ইংরেজ পদার্থ ও গণিতবিদ বিশ্বের প্রধানতম বিজ্ঞানীদের অন্যতম আইজ্যাক নিউটন।
১৯১৭- নোবেলজয়ী জার্মান জীববিজ্ঞানী এমিল ভন বেহরিং।
১৯৭১- সাহিত্যিক ও সাংবাদিক শহীদ সাবের।
১৯৭১ সালের ৩১ মার্চ মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি সেনাবাহিনী দৈনিক সংবাদ অফিসে আগুন লাগিয়ে দেয়। শহীদ সাবের তখন ওই অফিসেই ছিলেন। ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে শহীদ তিনি।
১৬৩১- ব্রিটিশ কবি জন ডান।
১৬৬৩- মুঘল সেনাপতি ও বাংলার নামকরা সুবেদার মীর জুমলা।
বাংলাদেশ সময়: ০০১৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
টিএ/