ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

সাহিত্যিক প্রবোধকুমার সান্যালের জন্ম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, জুলাই ৭, ২০২০
সাহিত্যিক প্রবোধকুমার সান্যালের জন্ম

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়— যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৭ জুলাই ২০২০, মঙ্গলবার। ২৩ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১০৩৭- সেলজুকি রাষ্ট্রের সূচনা।
১৪৯৫- রাজা দ্বিতীয় ফার্দিনান্দ নেপলসে ফিরে আসেন।
১৬০৭- ‘গড সেভ দ্য কিং’ গানটি প্রথম গীত হয়।
১৮৫৫- ব্রিটিশবিরোধী সাঁওতাল বিদ্রোহ ব্যাপকতা ও বিস্তার লাভ করে।
১৮৯৬- বোম্বাইয়ে ভারতের প্রথম সিনেমা প্রদর্শিত হয়।
১৯০৪- নরওয়ে স্বাধীনতা লাভ করে।
১৯০৫- লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন।
১৯৩১- বিশিষ্ট ভূপর্যটক রামনাথ বিশ্বাস সাইকেল চড়ে বিশ্ব পরিক্রমণ শুরু করেন।
১৯৩৭- উত্তর চীনে জাপান হামলা চালায়।
১৯৭২- টানাকা কাখুই জাপানের প্রধানমন্ত্রী হন।
১৯৭৩- ইরাকে সরকার উৎখাতে জড়িত থাকার দায়ে ২৩ জনের মৃত্যুদণ্ড।
১৯৯১- বাংলাদেশে মূল্য সংযোজন কর-ভ্যাট আইন পাস।

জন্ম
১০৫৩- জাপানের সম্রাট সিরাকাওয়া।
১১১৯- জাপানের সম্রাট সোতুকু।
১৮০৬- ইতালিয়ান ইতিহাসবিদ ও মন্ত্রী মাইকেল আমারি।
১৮৮৭- চিত্রশিল্পী মার্ক শাগাল।
১৮৮৮- সাহিত্যিক নরেন্দ্র দেব।
১৯০৫- সাহিত্যিক, সাংবাদিক ও পরিব্রাজক প্রবোধকুমার সান্যাল।

উত্তর কলকাতার চোরবাগানে মাতুলালয়ে তার জন্ম। তাদের আদি নিবাস ছিল ফরিদপুরে এবং স্থায়ী নিবাস কলকাতার বালিগঞ্জে। তার সাহিত্যিক ছদ্মনাম ‘কীর্তনীয়া’। চার বছর বয়সে পিতৃহীন হয়ে তিনি মাতুলালয়ে বাল্য ও কৈশোর অতিবাহিত করেন।

কল্লোল যুগের খ্যাতনামা ঔপন্যাসিক তিনি সুপরিচিত। তিনি সমকালীন বিজলী, কল্লোল, স্বদেশ, দুন্দুভি, পদাতিক, ফরওয়ার্ড, বাংলার কথা প্রভৃতি পত্রিকায় নিয়মিত লিখতেন এবং বিজলী, স্বদেশ ও পদাতিক পত্রিকা নিজেই সম্পাদনা করতেন। তার প্রথম উপন্যাস যাযাবর প্রকাশিত হয় ১৯২৮ খ্রিস্টাব্দে। পরে তিনি প্রিয়বান্ধবী (১৯৩১), অগ্রগামী (১৯৩৬), আঁকাবাঁকা (১৯৩৯), পুষ্পধনু (১৯৫৬), বিবাগী ভ্রমর, হাসুবানু, বনহংসী, কাঁচ কাটা হীরে, নিশিপদ্ম ইত্যাদি উপন্যাস ও গল্পগ্রন্থ রচনা করেন। তিনি কথাসাহিত্যে নরনারীর দেহজ প্রেম অপেক্ষা বন্ধুত্বপূর্ণ মানবিক সম্পর্কের ওপর অধিক গুরুত্ব আরোপ করেন এবং এভাবে তিনি সাহিত্যের মাধ্যমে এক নতুন সমাজ নির্মাণের ইঙ্গিত দেন। একজন পর্যটকের দৃষ্টিভঙ্গি তার উপন্যাস রচনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে; এজন্য তার উপন্যাসে একক জীবন ও চরিত্র অপেক্ষা বিচিত্র জীবন ও চরিত্রের ভিড় লক্ষ করা যায়। বহুবর্ণিল জীবনকথা তিনি সরল অথচ হূদয়গ্রাহী ভাষায় ব্যক্ত করেছেন।

প্রবোধকুমার তার সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক (১৯১১), শিশির কুমার পুরস্কার, মতিলাল পুরস্কার (১৯১০), শরৎ পুরস্কার এবং আনন্দ পুরস্কার (১৯৮০) অর্জন করেন। ১৯৮৩ সালের ১৭ এপ্রিল তার মৃত্যু হয়।

১৯৬৩- পাকিস্তানের টেস্ট অলরাউন্ডার নাভিদ আনজুম।
১৯৬৫- আমেরিকান অভিনেত্রী কারেন মালিনা হোয়াইট।
১৯৯২- স্প্যানিশ অভিনেত্রী ও গায়িকা নাথালিয়া রামোস।

মৃত্যু
১৩০৪- পোপ একাদশ বেনেডিক্ট।
১৩০৭- ইংল্যান্ডের রাজা প্রথম এডওয়ার্ড।
১৫৭৩- ইতালির স্থপতি জাকোমা দা ভিনিওয়ার।
১৭১৮- চক্রান্তের অভিযোগে পিতা রাশিয়ার পিটার দ্য গ্রেটের নির্দেশে পুত্র আলেঙ্সিকে পিটিয়ে হত্যা।
১৯১০- বাংলাদেশের ইসলামী চিন্তাবিদ, সমাজ সংস্কারক, সাহিত্যিক মুন্সী মেহেরুল্লাহ।
১৯৩০- স্কটিশ সাহিত্যিক আর্থার কোনান ডয়েল।
১৯৯০- ভারতের মিজো ন্যাশনাল ফ্রন্টের শীর্ষ নেতা লালডেঙ্গা।
১৯৬৫- ইংল্যান্ডের পেসার বিল হিথচ।

বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, জুলাই ০৭, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।