ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাজধানীতে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সোমবার (২৪ অক্টোবর) ভোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে।
বৃষ্টির মধ্যে পেটের দায়ে রিকশাচালক যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থর থর করে কাঁপছেন।
সকাল থেকে বৃষ্টির কারণে মুরগির বাজারে বেচাকেনা নেই বললেই চলে, ক্রেতাও কম।
দমকা হাওয়া ও বৃষ্টির মাঝে সন্তানকে নিয়ে স্কুল থেকে ফিরছেন এক মা।
রিকশা বা গণপরিবহন না পেয়ে পায়ে হেঁটেই বৃষ্টির মধ্যে কর্মস্থলে ছাতা মাথায় ছুটছেন নারী-পুরুষ।
বৃষ্টির মধ্যে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে এই বাসটি।
বৃষ্টি ও নিম্নচাপের প্রভাবে মিরপুর-টু-গাবতলী এলাকার রাস্তা একেবারে ফাঁকা।
প্রতিদিনের মতো ক্রেতার সমাগম নেই রাজধানীর খাবারের হোটেল, সবজির ও চায়ের দোকানে।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২২
জিএমএম/এএটি