ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ফুটবল

ডিপাইয়ের গোলে এগিয়ে ডাচরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২২, ডিসেম্বর ৩, ২০২২
ডিপাইয়ের গোলে এগিয়ে ডাচরা

আজ থেকে শুরু হয়েছে কাতার বিশ্বকাপের নকআউট পর্ব। শেষ ষোলো রাউন্ডের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস।

খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলার শুরু থেকেই একের পর এক আক্রমণে যায় যুক্তরাষ্ট্র।  তিন মিনিটে গোল প্রায় পেয়েই গিয়েছিল তারা। কিন্তু ডি বক্সে ক্রিস্তিয়ান পুলিসিচের নেওয়া শট ঠেকিয়ে দেন ডাচ গোলরক্ষক নপার্ট। তবে সেক্ষেত্রে নেদারল্যান্ডস ভাগ্যবান। কারণ নিজেদের নেওয়া প্রথম শটেই গোলের দেখা পায় লুইস ফন হালের দল।  

খেলার ১০ম মিনিটে ওয়ান টাচ পাসিংয়ে পাল্টা আক্রমণে যায় ডাচরা। বেশ সহজেই ভেঙে ফেলে যুক্তরাষ্ট্রের রক্ষণ দেয়াল।  ডান প্রান্ত থেকে দামফ্রাইসের পাসে বল পেয়ে সুনিপুণ দক্ষতায় জালের ঠিকানা খুঁজে নেন মেমফিস ডিপাই। শেষ ২৪ আন্তর্জাতিক ম্যাচে এটি তার ২২ তম গোল।  

বাংলাদেশ সময় : ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২২

এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।