ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

আমরা জীবন দিয়ে দেবো : রোমেরো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩০, ডিসেম্বর ৪, ২০২২
আমরা জীবন দিয়ে দেবো : রোমেরো

বিশ্বকাপে ফেভারিট হিসেবেই খেলতে এসেছিল আর্জেন্টিনা। কিন্তু প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরে খায় বড় ধাক্কা তারা।

এরপর ঘুরে দাঁড়িয়েছে আলবিসেলেস্তেরা। টানা তিন ম্যাচ জিতে এখন তারা পৌঁছে গেছে শেষ আটের লড়াইয়ে।  

শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচে গোল পেয়েছেন লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেস। অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই শেষে নিজের ভাবনা জানিয়েছেন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো।  

তিনি বলেছেন, ‘এই ম্যাচ জয়ের আনন্দ অনেক। প্রতিপক্ষ বিবেচনায় আমরা কিছুটা ভুগেছি। কিন্তু নিজেদের চরিত্র, খেলা ও ব্যক্তিত্ব তাদের দেখিয়েছি। আমি এই দল নিয়ে খুশি। যেকোনো কিছুই হতে পারে। কিন্তু আমরা দেখিয়েছি, সবসময়ই নিজেদের সেরাটা দেবো। ’ 

এবারের বিশ্বকাপে যাওয়া প্রসঙ্গে রোমেরো বলেছেন, ‘আমাদের তরুণ দল আছে। আমরা আমাদের জীবন দিয়ে দেবো। কোনদিন খেলছি তাতে কিছু যায়-আসে না- তৈরি থাকবো। প্রতিটি ম্যাচকেই আমরা ফাইনাল হিসেবে খেলছি। ’

সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে হবে আর্জেন্টিনাকে। ডাচদের নিয়ে তিনি বলেছেন, ‘নেদারল্যান্ডস খুব কঠিন প্রতিপক্ষ। এখন যা ঘটেছে, তা কয়েক ঘণ্টা উপভোগ করবো। এরপর আমরা ভাববো নেদারল্যান্ডসের বিপক্ষে কীভাবে খেলা যায় এ নিয়ে। ’

বাংলাদেশ সময় : ০৩২৯ ঘণ্টা, ৪ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।