ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

ফুটবল

কিংসকে সমীহ করছে শারজাহ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১২, আগস্ট ১৪, ২০২৩
কিংসকে সমীহ করছে শারজাহ

দেশের ফুটবলে পা রাখার পর থেকেই একের পর এক ইতিহাস গড়ে যাচ্ছে বসুন্ধরা কিংস। এবার তাদের সামনে আন্তর্জাতিক সাফল্যের হাতছানি।

টানা চারবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা আগামীকাল শারজাহ এফসির বিপক্ষে এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রিলিমিনারি রাউন্ডে খেলবে। অপাত দৃষ্টিতে শক্তির বিচারে এগিয়ে আছে শারজাহ। তবে মাঠে নামার আগে কিংসকে সমীহ করছেন শারজাহর কোচ কসমিন ওলারো।

বসুন্ধরা কিংসের বিপক্ষে লড়াইটা সহজ হবে না বলে মনে করছেন শারজাহর কোচ কসমিন। তিনি বলেন, ‘তারা নিজেদের যোগ্যতার প্রমান দিয়েই এখানে এসেছে। প্রতিপক্ষকে সহজ ভাবে দেখার সুযোগ নেই। আমরা নিজেদের সেরাটা দিয়েই খেলবো। লড়াইটা সহজ হবে না। ’

কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন বলেন, 'অনেক গরম। এই কন্ডিশনে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি সবাই। ’ এই ম্যাচ হারলেই চ্যাম্পিয়ন্স লিগ মিশন শেষ হবে বাংলাদেশের ক্লাবটির। এই প্রসঙ্গে অস্কার বলেন, ‘আমরা চেষ্টা করবো যা সুযোগ আসবে তা কাজে লাগাতে। যথাসম্ভব ভালো ফল করার দিকে লক্ষ্য থাকবে আমাদের। এছাড়া মানের দিক দিয়ে আমরা কোথায় আছি তাও পরিষ্কার জানা যাবে। ’

বাংলাদেশ সময়: ১১১১ঘণ্টা, ১৪ আগস্ট, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।