নেপালে আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ফেরাতে নেপালে গিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি উড়োজাহাজ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানায়।
এতে বলা হয়, বাংলাদেশ জাতীয় ফুটবল দল বিমান বাহিনীর উড়োজাহাজে বিকেল ৩টার দিকে নেপাল থেকে বাংলাদেশে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
নেপালের উদ্দেশে ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমান বাহিনীর উড়োজাহাজটি বেলা ১১টা ৫৩ মিনিটে নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বলছে, একই বিমানে ফিরবেন বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকেরাও।
নেপালে ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর ৯ সেপ্টেম্বর থেকে স্থবির হয়ে যায় বিমান যোগাযোগ। টানা দেড় দিন ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর গতকাল সন্ধ্যায় ফের সচল হয় কাঠমান্ডু বিমানবন্দর।
এ সুযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এবং সরকার মিলে দলের দেশে ফেরার ব্যবস্থা নেয়।
দুটি প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল বাংলাদেশ দল। তবে আন্দোলনের কারণে ৯ সেপ্টেম্বরের ম্যাচ বাতিল হয়। নির্ধারিত দিনে দেশে ফেরার পরিকল্পনাও ভেস্তে যায় বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায়। ফলে দুই দিন হোটেলবন্দী অবস্থায় কাটাতে হয় জামাল-রাকিবদের।
এজেডএস/এআর/আরএইচ