ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফেলিক্স-কানসেলোকে ধারে নিল বার্সা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৩
ফেলিক্স-কানসেলোকে ধারে নিল বার্সা সংগৃহীত ছবি

দলবদলের শেষ দিনে শক্তি বৃদ্ধি করল বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদ থেকে ফরোয়ার্ড হুয়াও ফেলিক্স এবং ম্যানচেস্টার সিটি থেকে ফুল-ব্যাক হুয়াও কানসেলোকে ধারে দলে ভিড়িয়েছে কাতালান জায়ান্টরা।

গতকাল গ্রীষ্মের দলবদলের শেষ দিনে দুই পর্তুগিজ তারকা ফেলিক্স ও কানসেলোকে এক মৌসুমের জন্য নিজেদের করে নিয়েছে বার্সা। তবে চুক্তিতে স্থায়ীভাবে কিনে নেওয়ার সুযোগ নেই। অর্থাৎ মৌসুম শেষে আবার দুই খেলোয়াড়কেই ফেরত পাঠাবে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

পর্তুগাল জাতীয় দলের খেলোয়াড় কানসেলো গত মৌসুমে সিটি কোচ পেপ গার্দিওলার পরিকল্পনায় ছিলেন না। ফলে ২৯ বছর বয়সী ডিফেন্ডারকে ধারে বায়ার্ন মিউনিখে পাঠানো হয়। ২০১৯ সালে ৬০ মিলিয়ন পাউন্ডে তাকে জুভেন্টাস থেকে দলে ভিড়িয়েছিল সিটি। ইংলিশ জায়ান্টদের জার্সিতে টানা দুই মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জেতার স্বাদ পেয়েছেন কানসেলো। ২০২১ ও ২০২২ সালে পিএফএ (প্রফেশনাল ফুটবলার্স অ্যাওয়ার্ড) বর্ষসেরা দলেও ছিলেন তিনি।

অন্যদিকে ২০১৯ সালে ১১৩ মিলিয়ন পাউন্ডে আতলেতিকোয় যোগ দেন ফেলিক্স। গত মৌসুমে ছয় মাসের জন্য তাকে ধারে চেলসিতে পাঠায় আতলেতিকো। ২০২৯ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ থাকা ফেলিক্স চেলসির জার্সিতে ২০ ম্যাচে গোল করেছিলেন ৪টি। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত আতলেতিকোর হয়ে খেলেননি তিনি এবং বেশ কয়েকবার তিনি নিজেই প্রকাশ্যে জানিয়েছেন, বার্সার জার্সিতে খেলা তার স্বপ্ন ছিল।

বার্সেলোনার বর্তমান আর্থিক সংকটের কারণে এখনই দুই পর্তুগিজ ফুটবল তারকার নিবন্ধন সম্পন্ন করা কঠিন। তবে তরুণ ফরোয়ার্ড আনসু ফাতিকে ধারে ব্রাইটনে পাঠিয়ে এই ঝামেলা থেকে মুক্ত হতে পারে তারা।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।