ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

গোলশূন্য প্রথমার্ধে লাল কার্ড দেখলেন দুই কোচ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
গোলশূন্য প্রথমার্ধে লাল কার্ড দেখলেন দুই কোচ

আফগানিস্তানের বিপক্ষে গত ফিফা ফ্রেন্ডলি ম্যাচে নিজেদের আধিপত্য বিস্তার করে খেলেছিল বাংলাদেশ। তবে আজ (৭ সেপ্টেম্বর) প্রথমার্ধে তেমনটা করতে পারেনি কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

প্রথমার্ধে মাঠের খেলার পাশাপাশি উত্তাপ ছড়িয়েছে ডাগআউটেও।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আফগানিস্তান। ধীরে ধীরে ম্যাচের সময় বাড়ার সঙ্গে সঙ্গে রক্ষণ সামলে আক্রমণে উঠতে থাকে বাংলাদেশও। তবে প্রথমার্ধে উল্লেখযোগ্য আক্রমণ করতে পারেনি কোনো দলই।

ম্যাচের ষষ্ঠ মিনিটে মো. সোহেল রানাকে ফাউল করে হলুদ কার্ড দেখেন আফগানিস্তানের জেলফেগার নাজারি। প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।  

বরং ম্যাচের ১৭ মিনিটে বাংলাদেশের ফুটবলারকে ফাউল করেন আফগানিস্তানের মাহবুব হানাফি। এরপর বাকবিতণ্ডায় জড়ায় দুই দলের খেলোয়াড়রা। উত্তাপ ছড়ায় ডাগআউট পর্যন্ত। উত্তেজিত হয়ে এগিয়ে আসেন আফগানিস্তানের কোচ আবদুল্লাহ আল মুতাইরি। রেফারি এবং অফিশিয়ালদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুন এবং আফগানিস্তানের কোচকে লাল কার্ড দেখান রেফারি প্রজোল ছেত্রী। উত্তেজিত হয়ে খেলোয়াড়দেও মাঠ ছেড়ে আসার ইশারা করেন মুতাইরি। পরের মিনিটেই হলুদ কার্ড দেখেন সোহেল রানা।

আজ বৃষ্টির আশঙ্কা ছিল আগে থেকেই। ম্যাচের ৩০ মিনিট পার হওয়ার পর থেকেই শুরু হয় বৃষ্টি।  ম্যাচের ৪০ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পেয়েছিল বাংলাদেশ। বক্সের ডান প্রান্ত থেকে রাকিবের জোড়ালো শট ফিরিয়ে দেন আফগান গোলরক্ষক। ৪৫ মিনিটে কর্নার থেকে বল পেয়েছিলেন জামাল ভূঁইয়া। তার শট প্রতিপক্ষের গায়ে লেগে ফিরে আসলে আর গোলের দেখা পায়নি বাংলাদেশ।  

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।