ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

ফুটবল

শাস্তি পেলেন জিকো-তপুরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৭, অক্টোবর ১২, ২০২৩
শাস্তি পেলেন জিকো-তপুরা

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পাঁচ ফুটবলারকে শাস্তি দিয়েছে বসুন্ধরা কিংস। মাজিয়ে স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনের বিপক্ষে গত মাসে এএফসি কাপ খেলতে মালদ্বীপ গিয়ে শৃঙ্খলাভঙ্গ করেন তারা।

এরপর ঘরের মাঠে ওড়িশা এফসির বিপক্ষে স্কোয়াডে রাখা হয়নি তাদের।  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগামী মৌসুম এখনো শুরু হয়নি। তবে পুরো মৌসুম নিষিদ্ধ থাকবেন তৌহিদুল আলম সবুজ। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা পেয়েছেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। ডিফেন্ডার তপু বর্মণকে চলতি বছর পর্যন্ত মাঠের বাইরে থাকতে হচ্ছে। সঙ্গে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে তাকে।

এছাড়া রিমন হোসেনকে ৩ লাখ ও শেখ মোরসালিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।