ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চ্যাম্পিয়নস লিগে জায়ান্টদের জয়ের রাত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
চ্যাম্পিয়নস লিগে জায়ান্টদের জয়ের রাত

চ্যাম্পিয়ন লিগে রাতটা দারুণ কেটেছে জায়ান্টদের। বেশ কয়েকজন তারকাকে ছাড়াও শাখতার দোনেৎস্কের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা।

নিউক্যাসলের কাছে হারের বেদনা ভুলে এসি মিলানকে ৩-০ গোলে উড়িয়ে দেয় পিএসজি। অ্যাওয়ে ম্যাচে ইয়াং বয়েসকে ৩-১ গোলে হারায় বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

যদিও প্রথমার্ধে কোনো গোল হয়নি। সিটির সামনে সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেনি। অবশেষে দ্বিতীয়ার্ধে এগিয়ে যাওয়ার রসদ পায় বর্তমান চ্যাম্পিয়নরা। ৪৮ মিনিটে রুবেন দিয়াসের হেড গোলরক্ষকের হাত লেগে ক্রসবারে প্রতিহত হয়, ফিরতি শটে অনায়াসে জাল খুঁজে নেন আকনজি। সমতায় ফিরতে অবশ্য খুব বেশি সময় নেয়নি ইয়াং বয়েস। চার মিনিট পরেই স্বাগতিকদের স্বস্তি এনে দেন মেশাক এলিয়া।

কিন্তু ৬৫ মিনিটে ফের এগিয়ে যায় সিটি। রদ্রিকে বক্সে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে দলকে এগিয়ে নেন আর্লিং হালান্ড। ৮৬ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন এই ফরোয়ার্ড।
তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে 'জি' গ্রুপের শীর্ষে ম্যানসিটি।  

ঘরের মাঠে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলেছে বার্সেলোনা। যার ফলে ২৮ মিনিটেই লিড পায়। ফারমিন লোপেসের ভলি ক্রসবারে লেগে ফিরে এলেও সেই বল জালে পাঠান ফেরান তোরেস। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। এবার তোরেসের বাড়ানো বল বক্সের মুখ থেকে গতির শটে লক্ষ্যভেদ করেন ফারমিন লোপেস।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালায় শাখতার। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় ফিনিশিংটাই হচ্ছিল না। অবশেষে ৬২ মিনিটে প্রতি আক্রমণে গিয়ে এক গোল শোধ দেয় তারা। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে বার্সেলোনা। তিন পয়েন্ট নিয়ে তিনে শাখতার।

চ্যাম্পিয়নস লিগে আগের ম্যাচেই নিউক্যাসল ইউনাইটেডের কাছে বিধ্বস্ত হয়েছিল পিএসজি। সেই ধাক্কা সামলে গতকাল রাতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ফ্রেঞ্চ ক্লাবটি।  

পার্ক দ্যা প্রিন্সেসে আক্রমণ পালটা আক্রমণে চলে ম্যাচ। ৩২ মিনিটে জাইরে এমেরির পাস ধরে এমবাপ্পের নিচু করে নেওয়া শট জড়িয়ে যায় জালে। বিরতির পর উসমান দেম্বেলের গতির শট গ্লাভসে নিতে পারেননি গোলরক্ষক মাইক মাইগান, ফিরতি বল জালে পাঠান কোলো মুয়ানি। শেষ দিকে পিএসজির হয়ে ব্যবধান বাড়ান লি কাং-লি।  

'এফ' গ্রুপের অন্য ম্যাচে নিউক্যাসেল ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।

তিন ম্যাচে দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। চার পয়েন্ট নিয়ে পরের দুই অবস্থানে যথাক্রমে ডর্টমুন্ড ও নিউক্যাসল। দুই পয়েন্ট নিয়ে চারে মিলান।


বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।