অঘটন প্রায় ঘটিয়েই ফেলেছিল লুটন টাউন। কিন্তু শেষ মুহূর্তে লিভারপুলের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন লুইস দিয়াস।
দিয়াস খেলবেন কি না তা নিয়ে বরং শঙ্কা ছিল। কারণ পারিবারিক জীবনে অনেক বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন এই কলম্বিয়ান ফরোয়ার্ড। কিছুদিন আগে তার বাবা-মাকে অপহরণ করা হয়। মাকে উদ্ধার করা গেলেও বাবার সন্ধান পাওয়া যায়নি এখনো।
এই ঘটনার পর প্রথমবার লিভারপুলের হয়ে মাঠে নামেন দিয়াস। ৮৩ মিনিটে বদলি হিসেবে নামেন তিনি। তখন এক গোলে পিছিয়ে অলরেডরা। ম্যাচের যোগ করা সময়ে দুর্দান্ত এক হেডে তাদের সমতায় ফেরেন দিয়াস। উদযাপনের সময় বাবাকে ভোলেননি তিনি। তখনো অপহরণকারীদের কাছ থেকে বাবার মুক্তি দাবি করেন তিনি। তার জার্সির ভেতরে স্প্যানিশ ভাষায় লেখা ছিল, 'বাবার মুক্তি চাই। '
ম্যাচ শেষে এক বিবৃতিতে দিয়াস বলেন, 'প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিটে আমাদের দুশ্চিন্তা বেড়েই চলেছে। আমার মা, ভাই ও আমি বাবাকে ফিরে পেতে মরিয়া হয়ে আছি এবং আমাদের অনুভূতি বর্ণনা করার মতো শব্দ নেই। এই যন্ত্রণা তখনই শেষ হবে যখন আমরা তাকে (বাবা) আমাদের সঙ্গে বাড়িতে ফিরে পাব। '
বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৩
এএইচএস