ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অস্ট্রেলিয়ার আবহাওয়া ভাবাচ্ছে বাংলাদেশকে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
অস্ট্রেলিয়ার আবহাওয়া ভাবাচ্ছে বাংলাদেশকে

লম্বা ভ্রমণ শেষে অস্ট্রেলিয়া পৌছেছে বাংলাদেশ দল। আজ প্রথম রিকভারি এবং জিম সেশন করেছেন জামাল ভূঁইয়ারা।

অস্ট্রেলিয়ার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে বেগ পেতে হচ্ছে কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যদের। প্রায় ২০ ঘন্টা ভ্রমণ ক্লান্তি দূর করতে মেলবোর্নে আজ (রোববার) সকালেই জিম এবং রিকভারি সেশন ছিল।

কোচ কাবরেরা বলেন, ‘ভ্রমণটা বেশ লম্বা ছিল। তাই আজ সকালের নাস্তা সূচি বিলম্বে দেওয়া হয়েছিল। আমরা আজ মাঠে অনুশীলন করব না। হোটেলেই রিকভারি সেশন করেছি। ’ 

‘আমাদের সঙ্গে আবহাওয়ার ভিন্নতা রয়েছে। এখানে বাতাস বেশ এবং ঠান্ডাও অনেক। খেলা অস্ট্রেলিয়ান সময় রাত আটটায় হওয়ায় তখন আরো ঠান্ডা থাকবে। ’-যোগ করেন তিনি।

বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেন, ‘সবাই ভালো এবং সুস্থ রয়েছে। বাংলাদেশের সঙ্গে পাঁচ ঘন্টা সময়ের ব্যবধান তাই ঘুমের খানিকটা ঘাটতি হচ্ছে। ’

অস্ট্রেলিয়ার আবহাওয়া নিয়ে দলের ডিফেন্ডার রহমত মিয়া বলেন, ‘আমরা এখানে কয়েক দিন আগে এসেছি। আবহাওয়া সহ সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হবে। তিন দিন অনুশীলন করার সুযোগ পাব। ’

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।