ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

ফুটবল

যেখানে পাওয়া যাবে কিংস-মাজিয়া ম্যাচের টিকিট

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
যেখানে পাওয়া যাবে কিংস-মাজিয়া ম্যাচের টিকিট

এএফসি কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালদ্বীপের ক্লাব মাজিয়ার বিপক্ষে হার দিয়ে যাত্রা শুরু করেছিল বসুন্ধরা কিংস। তবে পরের ম্যাচেই ঘুরে দাড়ায় তারা।

বর্তমানে টেবিলের শীর্ষে অবস্থান করছে অস্কার ব্রুজোনের দল। আগামী ২৭ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় মাজিয়াকে আতিথেয়তা দিবে কিংস। আজ থেকেই সেই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে।

বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ জানিয়েছে দুটি ব্যাংকসহ কিংস গ্যালারিতে (বসুন্ধরা ক্লাব প্রাঙ্গন) টিকিট পাওয়া যাবে। সাউথ ইস্ট ব্যাংক এবং সোশ্যাল ইসলামি ব্যাংকের বসুন্ধরা শাখায় ম্যাচ টিকিট পাওয়া যাবে। এছাড়া বসুন্ধরা কিংস অ্যারেনায় ও ম্যাচের দিন কাউন্টার থেকে টিকিট কেনা যাবে। টিকিটের মূল্য ১০০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।