ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

ঢাকায় অনুশীলন করলো মাজিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২০, নভেম্বর ২৫, ২০২৩
ঢাকায় অনুশীলন করলো মাজিয়া

 

জাতীয় দলের খেলা শেষে ক্লাব মৌসুমের ব্যস্ততা শুরু হয়েছে ফুটবলারদের। আন্তর্জাতিক ক্লাব প্রতিযোগিতার জন্য ব্যস্ত সময় পার করতে হচ্ছে বসুন্ধরা কিংসের ফুটবলারদের।

আগামী ২৭ নভেম্বর এএফসি কাপের ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় মাজিয়ার বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস।

মালদ্বীপ লিগের চ্যাম্পিয়ন দল মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশনের বিপক্ষে হার দিয়ে এবারের এএফসি কাপ মিশন শুরু করেছে বসুন্ধরা কিংস। এরপর ঘুরে দাঁড়িয়ে পরের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে কিংস। এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচ খেলতে গতকাল মধ্যরাতে ঢাকায় পৌছায় মালদ্বীপের মাজিয়া। আজ বিকেলে আর্মি পুলিশ ব্যাটালিয়ন ফিল্ডে অনুশীলন করেছে মাজিয়া।  

এবার ফিরতি লেগে হোম ম্যাচে কিংসের প্রতিশোধ নেওয়ার পালা। পরবর্তী রাউন্ডে খেলতে হলে মাজিয়ার বিপক্ষে ম্যাচটি কিংসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে মোহানবাগানের সঙ্গে হেড টু হেডে এগিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে কিংস। তবে ভারতের ক্লাবটির সঙ্গে বাংলাদেশের ক্লাবটির পয়েন্ট সমান।

উভয়ই পরের দুই ম্যাচ জিতলে হেড টু হেডে এগিয়ে থাকায় পরবর্তী রাউন্ডে খেলবে বসুন্ধরা কিংস। পরের পর্বে যেতে হলে মাজিয়ার বিপক্ষে ম্যাচটিতে কিংসের জয় গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।