ঢাকা, বুধবার, ৯ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

ফুটবল

নারী লিগে খেলবে না বসুন্ধরা কিংস

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
নারী লিগে খেলবে না বসুন্ধরা কিংস

দেশের ফুটবলে আধিপত্য বিস্তার করে চলেছে বসুন্ধরা। প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস টানা চার লিগ শিরোপা জয়ের পাশাপাশি নারী ফুটবলেও জিতেছে হ্যাটট্রিক শিরোপা।

তবে এবারের নারী লিগে দল না গড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্পোরেট ক্লাবটি।

কিংসের নারী লিগে অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। গতকাল বৃহস্পতিবার ছিল লিগে অংশ নিতে চাওয়া ক্লাবগুলোর নিবন্ধন করার আবেদনের শেষ দিন। কিন্তু এ দিন ক্লাব লাইসেন্সের জন্য আবেদন করেনি কিংস।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখনও নারী লিগকে একটা শক্ত ভিত্তি দিতে পারেনি। তারপরও শেষ তিনটি লিগে বসুন্ধরা কিংস অংশ নিয়ে শিরোপা জয়ের পাশাপাশি জাতীয় দলকে প্রতিনিধিত্ব করা একঝাঁক নারী ফুটবলারকে দিয়েছিল সম্মানজনক বেতন। শীর্ষ ক্লাবগুলো অনেক আগে থেকেই বাফুফের এই প্রতিদ্বন্দ্বীতাহীন লিগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। একমাত্র সম্বল হয়ে ছিল কিংস। তবে এবার সেটাও থাকলো না।  

কিংসের সরে দাঁড়ানোর ফলে নারী লিগ আয়োজন যেমন শঙ্কায় পরে গেলো, তেমনই এতদিন কিংসে খেলা শীর্ষ সারির খেলোয়াড়দের সম্মানজনক চুক্তি নিয়েও সামনে দেখা দিবে অনিশ্চয়তা।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।