ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

ঘুরে দাঁড়ানো জয়ে শেষ আটে বার্সা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪৪, জানুয়ারি ১৯, ২০২৪
ঘুরে দাঁড়ানো জয়ে শেষ আটে বার্সা

তৃতীয় স্তরের ক্লাব ইউনিয়নিস্তাস দে সালামাঙ্কা। ভিয়ারিয়ালের মতো শক্তিশালী দলকে হারিয়ে কোপা দেল রের শেষ ষোলোয় উঠেছিল তারা।

ক্লাব ইতিহাসে এটাই তাদের সেরা সাফল্য। তা আরও উঁচুতে নিয়ে যাওয়ার হাতছানি দিচ্ছিল। কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ায় বার্সেলোনা। অখ্যাত ক্লাবটিকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে কাতালানরা।

তবে খুব একটা সহজে বার্সাকে জিততে দেয়নি সালামাঙ্কা। ঘরের মাঠে ম্যাচের প্রথম গোলটি তারাই আগে করে। ৩১তম মিনিটে বার্সার জালের পাশাপাশি বুকেও কাঁপন ধরিয়ে দেন আলভারো গোমেস। বিরতির ঠিক আগদিয়ে ঘুরে দাঁড়ায় বার্সা। জোয়াও ফেলিক্সের পাস থেকে দলকে সমতায় ফেরান ফেরান তোরেস।

দ্বিতীয় সারির একাদশ সাজিয়ে প্রথমার্ধে তেমন সফল ছিলেন না জাভি হার্নান্দেস। তাই দ্বিতীয়ার্ধে  শুরুতেই একাদশে বেশ কয়েকটি বদল আনেন বার্সা কোচ। যার সুফল মেলে ৬৯ মিনিটে। পাবলো কুরেসির পাস থেকে নিচু শটে সফরকারীদের এগিয়ে দেন জুলস কুন্দে। চার মিনিট পর সেই কুন্দের পাস থেকেই দুর্দান্ত এক গোলে ব্যবধান বাড়ান আলেহান্দ্রো বালদে। শুরুর মতো শেষ দিকেও কিছুটা চাপে ছিল বার্সা। সালামাঙ্কার আক্রমণ সামাল দিতে বেশ কঠিন পরীক্ষাই ইনাকি পেনাকে। যেখানে বেশ সফলভাবেই উতরে যান এই গোলরক্ষক।   তাতে বার্সাও মাঠ ছাড়ে স্বস্তির জয় নিয়ে।

 

বাংলাদেশ সময়ঃ ০২৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪

এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।