ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রোনালদোর পর মেসির ‘৫০০’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
রোনালদোর পর মেসির ‘৫০০’

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সর্বোচ্চ ফলোয়ারের রেকর্ড আগেই গড়ে রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার একই পথে আছেন লিওনেল মেসি।

যদিও পর্তুগিজ তারকাকে স্পর্শ করতে পারেননি তিনি। তবে ৫০০ মিলিয়ন ফলোয়ারের মাইলফলকে পৌঁছেছেন আর্জেন্টাইন তারকা।

বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে ইনস্টাগ্রামে ৫০০ মিলিয়ন ফলোয়ারের মাইলফলক অর্জন করেছেন মেসি। যেখানে সবার ওপরে থাকা রোনালদোর ফলোয়ার ৬২২ মিলিয়ন। ৪২৯ মিলিয়ন ফলোয়ার নিয়ে তিনে আছেন বিখ্যাত চিত্রনায়িকা ও গায়িকা সেলেনা গোমেজ। ৪০০ মিলিয়ন ফলোয়ার নিয়ে চারে কাইলি জেনার। পাঁচ নম্বরে থাকা ‘দ্য রক’ খ্যাত জনসনের ফলোয়ার ৩৯৭ মিলিয়ন।  

বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট স্পোর্টিকো’র মতে, ইনস্টাগ্রামে সক্রিয় ২.৫ বিলিয়নের ২০ শতাংশই মেসিকে ফলো করছে। এনএফএল খেলোয়াড়দের সবার থেকে বেশি ফলোয়ার আর্জেন্টাইন এই তারকার। এমনকি আমেরিকার পাঁচটি মেজর দলের ফলোয়ার থেকে বেশি ফলোয়ার এখন মেসিরই।  

২০২২ বিশ্বকাপ জয়ের পর থেকে মেসির ফলোয়ার বৃহদাকারে বাড়তে থাকে। আমেরিকান সকার লিগে যোগ দেওয়ার পর যেটি আরও বাড়তে থাকে।  

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।