ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চ্যাম্পিয়নস লিগ

শেষ আটে সিটির মুখোমুখি রিয়াল, বার্সার প্রতিপক্ষ পিএসজি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
শেষ আটে সিটির মুখোমুখি রিয়াল, বার্সার প্রতিপক্ষ পিএসজি

সুইজারল্যান্ডের নিয়নে আজ অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র। যেখানে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে।

চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত ১০বার মুখোমুখি হয়েছে রিয়াল-সিটি। সেখানে সিটির জয়ের পাল্লাই ভারী। ৪ ম্যাচ জিতেছে তারা। বিপরীতে রিয়াল জিতেছে ৩ বার। গত আসরে সেমিফাইনালে রিয়ালকে ৫-১ অগ্রগামিতায় হারিয়েই ফাইনালে ওঠে সিটি। এর আগের আসরেও সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল তারা। সেবার অবশ্য দুই লেগ মিলিয়ে ৬-৫ অগ্রগামিতায় ফাইনালে পা রাখে রিয়াল।

তাই কোয়ার্টার ফাইনালে এই দুই দলের লড়াইয়ের প্রতি বাড়তি নজর থাকবে সমর্থকদের। চার বছর পর কোয়ার্টার ফাইনালে ওঠা বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পিএসজিকে। এছাড়া আর্সেনালের বিপক্ষে বায়ার্ন মিউনিখ  এবং আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লড়বে বরুশিয়া ডর্টমুন্ড।

শেষ আটের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ৯ ও ১০ এপ্রিল। দ্বিতীয় লেগ মাঠে গড়াবে ১৬ ও ১৭ এপ্রিল।  

কোয়ার্টার ফাইনাল লাইনআপ
প্রথম কোয়ার্টার ফাইনাল: আর্সেনাল-বায়ার্ন মিউনিখ
দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল: আতলেতিকো মাদ্রিদ-বরুশিয়া ডর্টমুন্ড
তৃতীয় কোয়ার্টার ফাইনাল: পিএসজি-বার্সেলোনা
চতুর্থ কোয়ার্টার ফাইনাল: রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি

সেমিফাইনাল লাইনআপ
প্রথম সেমিফাইনাল: প্রথম কোয়ার্টার ফাইনাল জয়ী দল বনাম চতুর্থ কোয়ার্টার ফাইনাল জয়ী দল 
দ্বিতীয় সেমিফাইনাল: দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল জয়ী দল বনাম তৃতীয় কোয়ার্টার ফাইনাল জয়ী দল

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
এএইচএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।