ইনজুরিতে এই ম্যাচেও খেলা হয়নি লিওনেল মেসির। তবে তার সাবেক বার্সা সতীর্থ ও প্রিয় বন্ধু লুইস সুয়ারেস খেললেন।
এগিয়ে গিয়েও নিউইয়র্ক সিটি এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাব।
মেসিকে ছাড়া বেশ বিবর্ণ ইন্টার মায়ামি। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছাড়া মেজর লিগ সকারের সবশেষ চার ম্যাচের দুটিতে হেরেছে তারা। জিতেছে মাত্র একটিতে। অন্যটি ড্র।
ফোর্ট লডারডেলের চেস স্টেডিয়ামে খেলার চতুর্দশ মিনিটে মায়ামিকে এগিয়ে নেন সুয়ারেস। চলতি মৌসুমে ৭ ম্যাচে ৫ গোল হলো তার। তবে লিভারপুল ও বার্সেলোনার সাবেক স্ট্রাইকারের গোলে এগিয়ে যাওয়ার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি মায়ামির।
৩৪তম মিনিটে নিউইয়র্ক সিটি এফসির হয়ে সমতা ফেরান কোস্টারিকার তারকা আলনসো মার্তিনেজ। বাকি সময় আর কোনো গোলের দেখা পায়নি কোনো দলই।
এর আগের ম্যাচে নিউইয়র্ক রেড বুলের কাছে ৪-০ গোলে বিধস্ত হয়েছিল ইন্টার মায়ামি। আর এবার ড্রয়ের পরও দ্বিতীয় স্থানে আছে তারা। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে থাকা সিনসিনাটি ম্যাচও খেলেছে একটি কম। ৭ ম্যাচ খেলে মায়ামির পয়েন্ট ১১, আর ৬ ম্যাচ থেকে সিনসিনাটির পয়েন্ট ১২।
আগামী মঙ্গলবার মেক্সিকান ক্লাব মনতেরির বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মাঠে নামবে ইন্টার মায়ামি। এই ম্যাচ দিয়ে মেসির ফেরার সম্ভাবনা রয়েছে। তবে দলের সেরা তারকাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নন মায়ামির কোচ তাতা মার্তিনো।
বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
এমএইচএম