যাকে অনেকেই বাতিলের খাতায় ফেলতে শুরু করেছিলেন। এমনকি জাতীয় দলেও আর মূল স্ট্রাইকার হিসেবে ভাবা হচ্ছে না যাকে; সেই ক্রিস্টিয়ানো রোনালদো তিন দিনে দুই হ্যাটট্রিক করে জানিয়ে দিলেন, তিনি ফুরিয়ে যাননি।
গত শনিবার রাতে সৌদি প্রো লিগে হ্যাটট্রিক করে আল নাসরকে জিতিয়েছিলেন রোনালদো। গতকাল রাতে ফের হ্যাটট্রিক করেছেন এই পর্তুগিজ তারকা। গোল উৎসব করে তার দল আবহাকে হারিয়েছে ৮-০ গোলে।
আবহার বিপক্ষে প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। প্রথম ২১ মিনিটের মধ্যে ফ্রি-কিক থেকে দুটি দৃষ্টিনন্দন গোল করেন তিনি। এরপর ৪২তম মিনিটে আরও একটি দারুণ গোল। এটি তার ক্যারিয়ারের ৬৫তম হ্যাটট্রিক। আর ৩০ বছর পার করার পর ৩৫তম।
তিন দিনে দুই হ্যাটট্রিকের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে রোনালদো লিখেছেন, 'আমি হাল ছাড়ছি না। '
সবমিলিয়ে দারুণ ফর্মেই আছেন রোনালদো। প্রো লিগে ২৯ গোল নিয়ে সবার ওপরে আছেন তিনি। আল নাসর ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তবে শিরোপা থেকে অনেকটা দূরেই আছে তারা। কারণ শীর্ষে থাকা আল হিলাল এগিয়ে আছে ১২ পয়েন্টে।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৪
এমএইচএম