ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ফুটবল

চাইনিজ তাইপের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন সাবিনারা

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৫, এপ্রিল ২৫, ২০২৪
চাইনিজ তাইপের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন সাবিনারা

অবশেষে সাফ চ্যাম্পিয়নশিপের আগে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ মিলছে বাংলাদেশ নারী ফুটবল দলের। সাবিনাদের জন্য দুটি ফিফা ফ্রেন্ডলি মাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ।

জুনের ফিফা উইন্ডো কাজে লাগিয়ে চাইনিজ তাইপের বিপক্ষে দুটি ম্যাচ আয়োজন করছে তারা। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন আগামী ৩১ মে এবং ৩ জুন বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ দুটি আয়োজিত হবে।  

এর আগে ফিলিস্তিনের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের চেষ্টা করলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়। তবে চাইনিজ তাইপে লিখিত ভাবে সম্মতি জানিয়েছে বলে জানিয়েছেন কিরণ। তিনি বলেন, ‘আমরা সবগুলো ফিফা উইন্ডোতেই মেয়েদের জন্য ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের চেস্টা করেছি। চেষ্টা বললে ভুল হবে অনেক বেশি চেষ্টা করেছি। তবে ব্যাটে-বলে মেলেনি। তবে জুন উইন্ডোতে আমরা চাইনিজ তাইপের সঙ্গে খেলব। প্রথম ম্যাচ ৩১ মে এবং দ্বিতীয় ম্যাচ ৩ জুন। তারা অফিশিয়াল ভাবে চিঠি দিয়ে আমাদের নিশ্চিত করেছে। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ দুটি আয়োজিত হবে। ’

এই ম্যাচ দুটি সাফের আগে প্রস্তুতি ম্যাচ বলে ধরে নিচ্ছেন বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান। তিনি বলেন, ‘এই ম্যাচ দুটিকে আমরা সাফের আগে প্রস্তুতি ম্যাচ হিসেবে নিচ্ছি। এছাড়া জুলাইয়ের ফিফা উইন্ডোতেও আমরা ম্যাচ খেলার চেষ্টা করবো। চাইনিজ তাইপে শক্তিশালী দল। তাদের বিপক্ষে বাংলাদেশ যখন ম্যাচগুলো খেলবে তারা তাদের সমস্যা গুলো চিহ্নিত করতে পারবে। কারণ মেয়েরা তো প্রতিদিনই অনুশীলন করে। তবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার পরে তারা এবং কোচ সকলেই সমস্যাগুলো ধরতে পারবে। এরপর সেই সমস্যা সমাধান করতে কাজ করতে পারবে। সাফের আগে এটা অনেক বেশি কাজে দেবে বলে আমি মনে করি। ’

সাফের শিরোপা ধরে রাখা এবার অনেক বেশি চ্যালেঞ্জিং বলে মনে করেন কিরণ। এবারের নারী সাফে বাইরের একটি দেশ আমন্ত্রিত থাকবে বলেও জানিয়েছেন তিনি। কিরণ বলেন, ‘এবারের সাফ অন্যান্যবারের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। কারণ এবার সাফের বাইরের একটি আমন্ত্রিত দেশ অংশ গ্রহণ করবে। ফলে শিরোপা ধরে রাখা অনেক বেশি কঠিন হতে চলেছে। আমরা আমাদের সেরাটা দিয়েই চেষ্টা করব। বাকিটা সময় বলে দেবে। ’

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।