ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ফুটবল

এশিয়া কাপের সেমিনারে কাবরেরা-টিটু

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৭, মে ৬, ২০২৪
এশিয়া কাপের সেমিনারে কাবরেরা-টিটু

এশিয়া কাপের ট্যাকনিক্যাল বিষয় পর্যালোচনা করতে এশিয়ান ফুটবল কনফেডারেশন জাতীয় দলের কোচদের নিয়ে মালয়েশিয়ায় একটি সেমিনার আয়োজন করছে। ৭-৯ মে তিন দিনের সেই সেমিনারে যোগ দিতে বাংলাদেশ দলের স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আজ সকালে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

তার সঙ্গে রয়েছেন নতুন ট্যাকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু।  

এএফসি জাতীয় দলের কোচের পাশাপাশি টেকনিক্যাল ডিরেক্টরকেও এই সেমিনারে আমন্ত্রণ জানায়। এশিয়া কাপের ট্যাকনিক্যাল নানা দিক বিশ্লেষণ -পর্যালোচনা হয় সেমিনারে।  

বাংলাদেশ জাতীয় ফুটবল দল একবারই এশিয়া কাপের মূল পর্বে খেলেছিল। ১৯৮০ সালে কুয়েতের পর আর কখনো এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারেনি বাংলাদেশ। এশিয়া কাপের মূল পর্বে দল বেড়ে ১৬ থেকে ২৪ হলেও বাংলাদেশ জায়গা করে নিতে পারেনি।  

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, মে ০৬, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।