ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পিছিয়ে পড়েও ভেনেজুয়েলার জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
পিছিয়ে পড়েও ভেনেজুয়েলার জয়

মাত্র ১০ মিনিটেই বদলে গেল খেলার দৃশ্যপট। দশজনের  দল নিয়েও এক গোলে এগিয়ে থেকে জয়ের স্বপ্ন দেখছিল ইকুয়েডর।

কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভবে ঘুরে দাঁড়ায় ভেনেজুয়েলা। পিছিয়ে পড়েও ম্যাচ শেষ করে তৃপ্তির জয় নিয়ে।

লেভিস স্টেডিয়ামে ইকুয়েডরকে ২-১ গোলে হারায় ভেনেজুয়েলা। ম্যাচের বেশিরভাগ সময় একজন কম নিয়ে খেলতে হয়েছে ইকুয়েডরকে। হোসে মার্তিনেসকে ফাউল করায় ২২তম মিনিটে লাল কার্ড দেখেন দলটির অধিনায়ক এনার ভালেন্সিয়া। তা সত্ত্বেও বিরতির আগে  ইকুয়েডরকে এগিয়ে দেন হেরেমি সারমিয়েন্তো।  

দ্বিতীয়ার্ধের শুরুতেই হোন্দার কাদিস ও এদুয়ার্দ ভেয়োকে মাঠে নামান ভেনেজুয়েলা কোচ ফার্নান্দো বাতিস্তা। সেই দুই বদলই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ৬৪ মিনিটে সালোমোন রন্দোনের পাস থেকে নিচু শটে সমতা ফেরান কাদিস। এর ১০ মিনিট পর বক্সের ভেতর ডান পায়ের শটে ভেনেজুয়েলাকে এগিয়ে দেন বেয়ো। যার ফলে প্রথমবারের মতো কোপা আমেরিকায় পিছিয়ে পড়েও জয়ের ইতিহাস গড়ে ভেনেজুয়েলা।

বাংলাদেশ সময়ঃ ০৭৪৮ ঘণ্টা, জুন ২৩, ২০২৪

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।