ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চ্যালেঞ্জ লিগ: কিংসের প্রথম ম্যাচ নেজমেহ স্পোর্টিংয়ের বিপক্ষে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৪
চ্যালেঞ্জ লিগ: কিংসের প্রথম ম্যাচ নেজমেহ স্পোর্টিংয়ের বিপক্ষে

নতুন মৌসুম থেকে লিগে পরিবর্তন এনেছে এএফসি। নতুন দুটি টুর্নামেন্ট শুরু করেছে তারা।

এর মধ্যে এএফসি চ্যালেঞ্জ লিগে সরাসরি গ্রুপ পর্বে খেলবে বাংলাদেশের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গ্রুপ পর্বের ড্র আগেই অনুষ্ঠিত হয়েছিল। আজ খেলার তারিখ জানানো হয়েছে।  

২৬ অক্টোবর থেকে শুরু হবে বসুন্ধরা কিংসের এএফসি চ্যালেঞ্জ লিগ অভিযান। সেদিন কিংসের প্রতিপক্ষ লেবাননের ক্লাব নিজামাহ এসসি। এরপর ২৯ অক্টোবর দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা কিংস খেলবে কলকাতার ইস্টবেঙ্গল ক্লাবের বিপক্ষে। ভারতের ঐতিহ্যবাহী ক্লাবটির বিপক্ষে এবারই প্রথম খেলবে কিংস। এরপর তারা নিজেদের শেষ ম্যাচটি খেলবে ১ নভেম্বর, প্রতিপক্ষ ভুটানের পারো এফসি। গ্রুপের সবগুলো ম্যাচ হবে ভূটানে। খেলার তারিখ চূড়ান্ত হলেও ম্যাচের সময় জানায়নি এএফসি।   

গত ২২ আগস্ট মালয়েশিয়ার কুয়ালালামপুরে এই লিগের ড্র অনুষ্ঠিত হয়। চ্যালেঞ্জ লিগে অংশ নিচ্ছে দুই জোনের ১৮টি দল। বসুন্ধরা কিংস আছে পশ্চিম জোনে। যেখানে তিন গ্রুপে লড়বে ১২ দল। পূর্ব জোনে আছে ছয়টি দল। পশ্চিম জোনের তিন গ্রুপের চ্যাম্পিয়ন দল ও সেরা রানার্সআপ খেলবে সেমিফাইনাল, যেটি আসলে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল। কারণ পূর্ব জোনেও (মূলত আসিয়ান অঞ্চল) চারটি দল খেলবে সেমিফাইনাল। দুই জোনের দুই চ্যাম্পিয়ন দল শেষ পর্যন্ত লড়বে আসরের ফাইনালে।

মূলত কাঠামোগত বদল এনে এএফসি ক্লাব পর্যায়ে এবার দ্বিতীয় স্তরকে বলা হচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগ। এবারের লিগটি তাই বসুন্ধরা কিংসের জন্য নতুন চ্যালেঞ্জ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে গত পাঁচবার টানা শিরোপা জিতে রেকর্ড সৃষ্টি করা বসুন্ধরা কিংস এশীয় পর্যায়ে নিজেদের সাফল্যের খোঁজে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।