ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সালাউদ্দিনের বাসায় সৌজন্য সাক্ষাতে সাবিনারা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৪
সালাউদ্দিনের বাসায় সৌজন্য সাক্ষাতে সাবিনারা

সরকার পরিবর্তনের পর থেকেই দেশে পরিবর্তনের হাওয়া বইছে। ক্রীড়াঙ্গনেও চলছে ব্যাপক রদবদল।

দাবি উঠেছে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগেরও। সরকার পতনের পর বাফুফে ভবনে অফিস করছে না অধিকাংশ কর্মকর্তারাই।  

আজ বাফুফে সভাপতির বাসভবনেই সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন নারী ফুটবলাররা। সেখানেই আলোচনা হয়েছে বেশ কিছু বিষয়ে।

সালাউদ্দিনের বাসভবনে সাবিনা খাতুন এবং অন্যান্য সিনিয়র ফুটবলারদের সঙ্গে ছিলেন বৃটিশ কোচ পিটার বাটলার, নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। নারী ফুটবলারদের চুক্তি, সাফ প্রস্তুতি নিয়ে মূলত আলোচনা হয়েছে।

সাবিনাদের সঙ্গে বাফুফের মাসিক বেতনের চুক্তি শেষ হয়েছে ৩১ আগস্ট। নারী ফুটবলাররা চুক্তির মেয়াদ বৃদ্ধির দাবি জানান। বাফুফের বর্তমান নির্বাহী কমিটির মেয়াদ ২৬ অক্টোবর পর্যন্ত। বাফুফে সভাপতি এই সময় পর্যন্ত নারীদের চুক্তি নবায়নের আশ্বাস দিয়েছেন । তবে এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।  

বাফুফে সাধারণ সম্পাদক বাংলানিউজকে বলেন, ‘আজ সভাপতির সঙ্গে নারী ফুটবলাররা সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন। সেখানে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। তবে আনুষ্ঠানিক কিছু হয়নি। আনুষ্ঠানিক কিছু হলে জানানো হবে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।