ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

ফুটবল

২০২৬ বিশ্বকাপের ফাইনালিস্ট হবে ব্রাজিল: দরিভাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৩, সেপ্টেম্বর ১০, ২০২৪
২০২৬ বিশ্বকাপের ফাইনালিস্ট হবে ব্রাজিল: দরিভাল

তিতের অধীনে কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কোয়ালিফাই করে ব্রাজিল। সেখানে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয় দলটিকে।

এরপর ছাঁটাই করা হয় কোচকে। ২০২২ সালে কোয়ার্টারে বিদায় নিলেও ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল ফাইনাল খেলবে বলে আশা ব্যক্ত করেন বর্তমান কোচ দরিভাল জুনিয়র।  

বিশ্বকাপ বাছাইপর্বে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টা ৩০মিনিটে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দরিভাল জানান দলকে ফাইনালে নিয়ে যাওয়ার কথা। শুধু তাই নয়, সাংবাদিকদের নিজের বক্তব্য রেকর্ড করে রাখতেও বলেছেন এই কোচ।  

দরিভাল বলেন, ‘আমরা ২০২৬ বিশ্বকাপের ফাইনালে থাকবো। আমরা ফাইনালিস্ট হবোই। আমি যে এই কথা বলছি আপনারা এটা রেকর্ড করে রাখতে পারেন। আমরা যে ফাইনালে থাকবো, এটি নিয়ে আমার কোনো সন্দেহ নেই। ’

২০২৪ সালের জানুয়ারিতে ব্রাজিলের কোচ হিসেবে যাত্রা শুরু করেন দরিভাল। তার আগে বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি হারাতে হয় তিতেকে। হুট করে তার বিদায়ে ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় রেমন মেনজেসকে। এরপর ২০২৩ সালের জুলাই মাসে দায়িত্ব নেন ফের্নান্দো দিনিস। দরিভাল আসলে তিনি ছাড়েন অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব।  

দরিভালের শুরুটা হয় কোপা আমেরিকা দিয়ে। দলের অন্যতম তারকা নেইমার জুনিয়র ছাড়াই তার অধীনে ব্রাজিল আসরজুড়ে ভালোই খেলে। যদিও তাদের বিদায় নিতে হয় উরুগুয়ের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে। তবে সেটি নিয়ে ভাবছেন না বর্তমান কোচ। বিশ্বকাপ বাছাইপর্বে একুয়েডরকে ১-০ ব্যবধানে হারিয়ে শুরুটা করেন তিনি। তাইতো আত্মবিশ্বাস নিয়েই বলেছেন ফাইনাল খেলার কথা।  

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।