ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

ফুটবল

এসিএল চোটে মৌসুম শেষ রদ্রির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫০, সেপ্টেম্বর ২৮, ২০২৪
এসিএল চোটে মৌসুম শেষ রদ্রির

আর্সেনালের বিপক্ষে খেলতে নেমে প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয়ে ম্যানচেস্টার সিটি তারকা রদ্রিকে। পরে জানা যায় ছিঁড়ে গেছে তার এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল)।

ধারণা করা হচ্ছিল মৌসুম শেষ হওয়ার। সেটিই সত্য হলো। মৌসুমের বাকি অংশে মাঠে নামতে পারবেন না এই মিডফিল্ডার।  

গত রোববার প্রিমিয়ার লিগের সেই রোমাঞ্চকর ম্যাচটি ২-২ ব্যবধানে ড্র হয়। গতকাল সংবাদ সম্মেলনে এসে সেই ম্যাচে পাওয়া রদ্রির চোট নিয়ে কথা বলেন কোচ পেপ গার্দিওলা। তিনি নিশ্চিত করেন অস্ত্রোপচার করে জানা গেছে বাকি মৌসুমে আর তাকে পাওয়া যাবে না।  

ম্যানচেস্টার সিটির গুরুত্বপূর্ণ ফুটবলারদের মধ্যে একজন রদ্রি। গত মৌসুমে সিটির টানা চতুর্থ প্রিমিয়ার লিগ জেতায় রাখেন অবদান। অভিজ্ঞ এই মিডফিল্ডার জাতীয় দলের হয়ে মাতিয়েছেন ২০২৪ ইউরোও। গত মৌসুমে দারুণ ফর্মে থাকা এই ফুটবলার এই মৌসুমে আর মাঠেই নামতে পারবেন না। যা সিটির জন্য শঙ্কার বিষয় বটে।  

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।