ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ফুটবল

গেতাফের মাঠে বার্সার ’অপ্রত্যাশিত’ ড্র, বর্ণবাদ বিতর্ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
গেতাফের মাঠে বার্সার ’অপ্রত্যাশিত’ ড্র, বর্ণবাদ বিতর্ক

বছরের শুরুটা বার্সেলোনার জন্য ছিল দারুণ। তার ওপর রিয়াল মাদ্রিদকে হারিয়ে জিতেছে স্প্যানিশ সুপার কোপার শিরোপা।

কিন্তু লা লিগায় বদলাতে পারছে না হতাশার চিত্র। গতকালও গেতাফের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। এনিয়ে লা লিগায় জয়হীন থাকতে হলো টানা চার ম্যাচে।  

নিজেদের মাঠে বার্সাকে খুব বেশি চড়াও হওয়ার সুযোগ দেয়নি গেতাফে। যা অপ্রত্যাশিতই ছিল বার্সা কোচ হান্সি ফ্লিকের কাছে। তাই হতাশা খুব ভালোভাবেই ছেয়ে গেছে তার মনে।  

তবে বার্সা ডিফেন্ডার আলেহান্দ্রো বালদের কষ্টটা অবশ্য তার চেয়ে বেশি। ম্যাচ চলাকালীন গেতাফে সমর্থকদের কাছ থেকে বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছেন তিনি। এমনটাই অভিযোগ তার।  

ম্যাচ শেষে বালদে বলেন, ‘আমি এখানে সমর্থকদের কাছ থেকে বেশ কিছু বর্ণবাদী মন্তব্য শুনেছি। যা দুঃখজনক এবং এমন কিছু ঘটতে দেওয়া উচিত নয়। প্রথমার্ধে যা হয়েছে আমি রেফারিকে জানিয়েছিলাম। দ্বিতীয়ার্ধে প্রোটোকল মানা হয়। কিন্তু এটি ঠিক কীভাবে কাজ করে আমার জানা নেই। ’

ম্যাচে নবম মিনিটেই জুলেস কুন্দের গোলে এগিয়ে যায় বার্সা। কিন্তু সমতায় ফিরতে খুব বেশি দেরি করেনি গেতাফে। ৩৪ মিনিটে স্বাগতিকদের গোল এনে দেন মাউরো আরাম্বারি। তারপর আর চেষ্টা করেও জাল খুঁজে পায়নি বার্সা।

ফ্লিক বলেন, ‘স্টেডিয়ামজুড়ে প্রচুর আবেগ দেখিয়েছেন গেতাফে ভক্তরা। এমন কিছুর অভিজ্ঞতা আগে কখনো হয়নি। আমার কাছে এটি নতুন। ম্যাচে আজ যা হয়েছে তাতে আমি খুশি নই। তবে পরবর্তী ম্যাচের কথা ভেবে আমাদের ইতিবাচক থাকতে হবে। ’

এদিকে ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে বার্সা।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।