কাঠমাণ্ডুর অস্থির পরিস্থিতিতে আটকে আছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর মধ্যেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে দলের হোটেলের সামনে আগুন লাগার ঘটনায়।
ভিডিওতে হোটেলের একজন নারী কর্মী আতঙ্কিত কণ্ঠে হিন্দিতে বলছেন, ‘আগ লাগ গেই, আগ লাগ গেই’, অর্থাৎ আগুন লেগে গেছে। তিনি দ্রুত বের হওয়ার অনুরোধ জানান। জামালও সতীর্থদের উদ্দেশে বলছিলেন, ‘এখানে সেইফ না, আমাদের দ্রুত বের হওয়া দরকার। ’
যদিও পোস্ট করা ভিডিওটি ফেসবুক থেকে কিছুক্ষণ পর রিমুভ করে দিয়েছেন জামাল ভূঁইয়া।
এর আগে সড়কে বিক্ষোভ ও সহিংসতার কারণে নির্ধারিত ফ্লাইট ধরতে পারেনি বাংলাদেশ দল। আনফা (নেপাল ফুটবল ফেডারেশন) নিরাপত্তাজনিত কারণে দলকে হোটেল থেকে বের হতে দেয়নি। ফলে দুপুর তিনটার ফ্লাইট মিস করে হোটেলেই অবস্থান করতে হয়েছে জামাল-তপুদের।
দলের সঙ্গে থাকা বাফুফে নির্বাহী সদস্য ইকবাল হোসেন আগেই জানিয়েছিলেন, পরিস্থিতি এতটাই অস্থির যে রাস্তায় নামার অনুমতি মেলেনি। বাংলাদেশ দলের ম্যানেজার আমের খানও জানিয়েছিলেন, ‘আমরা হোটেলেই নিরাপদে আছি। কখন ফিরতে পারব, নিশ্চিত নয়। ’
তবে সর্বশেষ জানা গেছে, বিশেষ ব্যবস্থায় আগামীকাল (১০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ দলকে দেশে ফিরিয়ে আনা হবে। সকাল ৯টার একটি বিশেষ ফ্লাইটে কাঠমাণ্ডু ছাড়বে জামাল ভূঁইয়ারা। বাফুফে ও বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে কাঠমাণ্ডুর বৈরী পরিস্থিতির কারণে সোমবারের ম্যাচও বাতিল হয়েছে। খেলা না হওয়ায় বাংলাদেশ দল আগেভাগেই দেশে ফেরার চেষ্টা করছিল। কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় আজ সম্ভব হয়নি।
এআর/আরইউ