ঢাকা, মঙ্গলবার, ৩ চৈত্র ১৪৩১, ১৮ মার্চ ২০২৫, ১৭ রমজান ১৪৪৬

ফুটবল

আট নম্বর জার্সি পরে খেলতে চান হামজা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
আট নম্বর জার্সি পরে খেলতে চান হামজা

বাংলাদেশের হয়ে এএফসি বাছাইপর্বের ম্যাচ খেলতে দেশে এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী। আজ ম্যানচেস্টার থেকে সরাসরি নিজের জন্মভূমি সিলেটে যান তিনি।

নিজের বাড়ির উঠানেই সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ করেছেন হামজা।

আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে হতে যাওয়া ম্যাচে কত নম্বর জার্সি নিয়ে মাঠে নামবেন হামজা তা নিয়ে ইতিমধ্যে কৌতূহল শুরু হয়ে গেছে।  জানতে চাওয়া হলে তিনি উত্তরে জানান, ৮ নম্বর জার্সি পরে খেলতে চান তিনি। হামজা বলেন, 'আমি ৮ নাম্বার জার্সি পরেই মাঠে নামতে চাইবো। '

বর্তমানে জাতীয় দলে ৮ নম্বর জার্সি পরে খেলছেন চন্দন রায়। তার আগে বাংলাদেশের হয়ে এই নম্বরে প্রতিনিধিত্ব করেছেন এমন ফুটবলারদের মধ্যে অন্যতম মামুনুল মামুন-এনামুল হক-সাদ উদ্দিনরা। হামজা নিজের পেশাদার ক্যারিয়ারে বেশ কটি জার্সি নম্বরে খেলেছেন। তার মধ্যে লেস্টার সিটির হয়ে ৩৮ নম্বর দিয়ে শুরু করলেও পরের তিন মৌসুম ২০ নম্বর ও সর্বশেষ দুই মৌসুম ১৭ নম্বর জার্সিতে খেলেছেন। আর বর্তমান ক্লাব শেফিল্ডে তার জার্সি নম্বর হচ্ছে ২৪।

আজ দেশের মাটিতে পা দেওয়ার পর থেকেই ফুটবলপ্রেমীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন হামজা। এয়ারপোর্ট থেকে শুরু করে হামজার বাসা সবখানেই শত শত মানুষের ঢল। হামজাকে নিয়ে বিভিন্ন আয়োজন, স্লোগানে স্লোগানে মেতে রয়েছে সবাই। এক নজর দেখার জন্য উপচে পড়ছে মানুষের ভিড়। দেশের মানুষের এমন ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করে হামজা বলেন, 'অনেক ভালো লেগেছে। আমি কল্পনাও করিনি এত মানুষ আসবে। সকলের প্রতি আমি কৃতজ্ঞ। '

পরিবার-সন্তান নিয়ে দেশে এসেছেন হামজা। দেশের মানুষের এত ভালবাসায় আপ্লুত হামজার পরিবারও। হামজা বলেন, 'তার (হামজার স্ত্রী) অনুভূতি দারুণ, সে এটাকে পছন্দ করেছে। বাংলাদেশে মানুষের এই ভালোবাসা তার জন্য প্রথম অভিজ্ঞতা। '

বাংলাদেশ দলের হয়ে খেলা হামজার নিজের ফুটবল অভিজ্ঞতায় যোগ করতে চলেছে নতুন মাত্রা। ইংল্যান্ডের ক্লাব লেস্টার সিটিতে খেলেছেন তিনি। বর্তমানে ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে। এছাড়া এফএ কাপের শিরোপা জয় এবং ইংল্যান্ডের অনূর্ধ্ব- ২১ দলে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এমন ফুটবলার দেশে আসা বাড়তি উন্মাদনা যোগ করবে এটাই স্বাভাবিক।

মানুষের এত ভালোবাসায় বাড়তি চাপ অনুভব করছেন কিনা এমন প্রশ্নের জবাব হামজা বলেন, 'কোনো চাপ নেই। মানুষ এখানে এসেছে, তারা আমাকে ভালোবাসা দিচ্ছে এতে কোনো চাপ অনুভব করছি না, বরং এটা আমাকে অনুপ্রাণিত করবে। '

বাংলাদেশের জার্সিতে ভালো কিছু করতে বদ্ধপরিকর হামজা বলেন, 'এশিয়ান গেমস ২০২৬ এ বাংলাদেশ দলকে নিয়ে যেতে চাই। '

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।