ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরী শিগগিরই খেলবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে। তাকে ঘিরে দেশের ক্রীড়াঙ্গনে চলছে তুমুল আলোচনা।
তবে এই তুলনায় যেতে নারাজ শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা। তিনি চান না বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিবের সঙ্গে তার তুলনা হোক।
ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আজ দেশে ফিরেছেন হামজা। তার নিজের বাড়ি সিলেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিবের সঙ্গে তুলনা নিয়ে হামজা বলেন, 'না আমি চাই না তুলনা হোক। সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটে অনেক বছর ধরেই খেলেছেন, তাকে সবাই চেনে, সে তারকা খেলোয়াড়। তার সঙ্গে কোনো তুলনা আমি চাই না। '
হামজাকে ঘিরে ফুটবল বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন বাংলাদেশের অনেক ফুটবলপ্রেমী। ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে এমন প্রত্যাশা হামজারও। তিনি বলেন, 'ইনশাআল্লাহ, এভরিথিং ইজ পসিবল (সব সম্ভব)। '
বাবা-মায়ের সূত্রে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেয়েছেন হামজা। আগামীতে তার ছেলে মেয়ে ও বাংলাদেশের হয়ে খেলবে এমনটা প্রত্যাশা এই তারকা ফুটবলারের।
আজ হবিগঞ্জের স্নানঘাটের নিজ বাড়িতে স্বজনদের সঙ্গে থাকবেন হামজা। আগামীকাল রাত ৮টা ৪০ মিনিটের ফ্লাইটে ঢাকায় যাবেন তিনি। এরপর যোগ দেবেন বাফুফের ক্যাম্পে। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ২৫ মার্চ সেই ম্যাচ দিয়েই জাতীয় দলে অভিষেক হবে হামজা চৌধুরীর।
বাংলাদেশে সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৫
এআর/এমএইচএম