দক্ষিণ আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই নিয়ে উত্তেজনা ছিল অনেক বেশি। মাঠে নামার আগে সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছেন রাফিনিয়া।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটিতে আজ ব্রাজিলকে ৪-১ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণ চালিয়ে প্রথমার্ধেই ব্রাজিলের জালে তিন বার বল পাঠায় তারা। বিরতির পর আরও একবার পাঠায়। অপরদিকে বিবর্ণ ছিল ব্রাজিল। দিশেহারা হয়ে কেবল নিজেদের ডাউনফল উপভোগ করছিল।
ম্যাচশেষে তাইতো দরিভালের বলার ছিলো না কিছুই। কেবল মেনে নিয়েছেন সবটাই। তিনি বলেন, ‘আজকে প্রথম মিনিট থেকেই আমাদের পরিকল্পনা কাজে লাগেনি। যা হয়েছে, তা মেনে নিতে হবে আমাদের, যেভাবে তারা আমাদের উড়িয়ে দিয়েছে এবং জয় তাদেরই প্রাপ্য ছিল। ’
তবে আশার বাণী শুনিয়েছেন ব্রাজিলিয়ান এই কোচ। ঘুরে দাঁড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, ‘এটা উল্লেখযোগ্য একটি পরাজয় এবং আমরা খুবই জটিল ও কঠিন একটি প্রক্রিয়ার ভেতর আছি। তবে কোনো সংশয় নেই যে, আমরা পথ বের করে নেব (ঘুরে দাঁড়ানোর)। ’
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
আরইউ