একসময় বার্সেলোনা জার্সিতে রোমাঞ্চ ছড়িয়েছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। ক্লাব ফুটবলের সেই অন্যতম সফল জুটির বন্ধুত্ব এবার ছড়িয়ে পড়ছে মাঠের বাইরেও— নতুন রূপে, নতুন মঞ্চে।
উরুগুয়ের কিংবদন্তি ফরোয়ার্ড লুইস সুয়ারেজ ঘোষণা দিয়েছেন, নিজ দেশে একটি পেশাদার ফুটবল ক্লাব গড়েছেন তিনি। ক্লাবটির নাম ‘এলএসএম’, যেখানে তার সঙ্গে যুক্ত হচ্ছেন প্রিয় বন্ধু লিওনেল মেসি।
আগে ক্লাবটির নাম ছিল ‘দেপোর্তিভো এলএস’। তবে নাম পরিবর্তন করে এখন থেকে মাঠে নামবে 'এলএসএম' নামে। ক্লাবটি শুরুতে খেলবে উরুগুয়ের চতুর্থ স্তরের পেশাদার লিগে।
“এটি ছিল আমাদের পারিবারিক স্বপ্ন”—সুয়ারেজ
এক ভিডিও বার্তায় সুয়ারেজ বলেন, “দেপোর্তিভো এলএস ছিল আমাদের পরিবারের একটি স্বপ্ন, যার শুরু হয়েছিল ২০১৮ সালে। আজ সেই ক্লাবের ৩ হাজারের বেশি সদস্য। আমি চাই, আমার শৈশবের দেশ উরুগুয়ের তরুণ ফুটবলারদের সামনে সুযোগ তৈরি করতে— যেন তারা উন্নত কাঠামো ও প্রশিক্ষণে বড় হতে পারে। ”
৩৮ বছর বয়সী সুয়ারেজ আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন ২০২৩ সালে। তবে মাঠে এখনও তার সঙ্গে আছেন লিওনেল মেসি, ইন্টার মায়ামিতে।
ভিডিওতে মেসি সুয়ারেজের পাশে বসেই বলেন, “তুমি যখন বললে আমি তোমার পাশে থাকি, সেটা আমার জন্য অনেক সম্মানের। আমি গর্বিত যে তোমার এই যাত্রার অংশ হতে পারছি। আশা করি, আমরা একসঙ্গে অনেক দূর যেতে পারব। ”
মেসির ভূমিকাই বা কী?
মেসির সুনির্দিষ্ট ভূমিকা এখনো প্রকাশ্যে না আসলেও উরুগুয়ের একাধিক সংবাদমাধ্যম জানাচ্ছে, তিনি ক্লাবের অংশীদার হিসেবেই যুক্ত হচ্ছেন। ক্লাবের ক্রীড়া পরিচালনা বা আন্তর্জাতিক সম্পর্ক গড়ার দিকেও তার প্রভাব থাকবে বলে ধারণা করা হচ্ছে।
আরও চমকপ্রদ খবর হচ্ছে, উরুগুয়ের সাবেক তারকা মিডফিল্ডার আলভারো রেকোবা হতে পারেন ক্লাবটির প্রথম কোচ। রেকোবা একসময় ইন্টার মিলান ও উরুগুয়েতে ছিলেন জনপ্রিয় ফুটবলার।
আধুনিক অবকাঠামো, বিশাল স্বপ্ন
সুয়ারেজ ইতিমধ্যে ২০১৮ সালেই সিউদাদ দে লা কোস্তায় ২০ একর জায়গাজুড়ে তৈরি করেছেন একটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্স। এখানে রয়েছে সিনথেটিক টার্ফ মাঠ (১৪ শ দর্শকের ধারণক্ষমতা), অনুশীলন মাঠ, এবং নানা ক্রীড়া কার্যক্রমের সুবিধা।
এই অবকাঠামোই এখন কাজে লাগবে নতুন ক্লাবের জন্য। ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ক্লাবের ইনস্টাগ্রাম পেজে ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে ৪০ হাজার— যা প্রমাণ করে ফুটবলপ্রেমীদের আগ্রহ কতটা তীব্র।
এমএইচএম