জোয়াও পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠল ইংলিশ জায়ান্ট চেলসি। নতুন এই ফরোয়ার্ডের দুর্দান্ত পারফরম্যান্সে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সেকে ২-০ গোলে হারায় ব্লুজরা।
মাত্র কয়েক দিন আগে ব্রাইটন থেকে ৫৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ানো পেদ্রো প্রথমবার মূল একাদশে সুযোগ পেয়েই বাজিমাত করেন। ম্যাচের ১৮ মিনিটে সাবেক চেলসি ডিফেন্ডার থিয়াগো সিলভার ভুল ক্লিয়ারেন্সের সুযোগ নিয়ে নেতোর ক্রস থেকে প্রথম গোলটি করেন কাতালান ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে তার দ্বিতীয় গোলটি আসে দুর্দান্ত এক শটে, যেটি বার পোস্টে লেগে জালে ঢোকে।
এই জয়ে চেলসি ক্লাব বিশ্বকাপে এখন পর্যন্ত আয় করল মোট ৮২ মিলিয়ন পাউন্ড, যার ২২ মিলিয়নই এই সেমিফাইনাল জয়ের ফলে।
ম্যাচে আরও গোল পেতে পারত চেলসি। ক্রিস্টোফার এনকুকু একাধিক সুযোগ পেয়েছিলেন, তবে কাজে লাগাতে পারেননি। অন্যদিকে, ফ্লুমিনেন্সের হয়ে হারকিউলিসের শট গোললাইন থেকে ক্লিয়ার করেন মার্ক কুকুরেয়া। বদলি খেলোয়াড় এভারালদোর শট ঠেকিয়ে দেন গোলরক্ষক।
তবে ফ্লুমিনেন্স কিছুটা হতাশ হতে পারে প্রথমার্ধে দেওয়া একটি পেনাল্টি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের ভিএআরের সাহায্যে বাতিল করে দেওয়ায়। ট্রেভোহ চালোবাহর হাতে বল লাগায় প্রথমে পেনাল্টি দেন রেফারি, তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করেন।
৩৫ ডিগ্রি সেলসিয়াস গরমে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রায় পূর্ণ গ্যালারির সামনে শুরু থেকেই আধিপত্য দেখায় চেলসি।
তবে দুঃসংবাদও ছিল ব্লুজ শিবিরে—৯৩ মিনিটে মিডফিল্ডার মোইসেস কাইসেদো গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান।
রোববার একই ভেন্যুতে ফাইনালে চেলসির প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) মধ্যে জয়ী দল। আজ রাতের সেমিফাইনালে মুখোমুখি হবে এই দুই দল।
এমএইচএম