লিওনেল মেসির অসাধারণ নৈপুণ্যে মেজর লিগ সকারে (এমএলএস) দাপুটে জয় পেয়েছে ইন্টার মায়ামি। ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মেসির জোড়া গোল ও এক অ্যাসিস্টের সুবাদে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে মায়ামি।
দেশের হয়ে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ না খেলে ক্লাবের হয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেন মেসি। শুরু থেকেই তিনি ছিলেন অপ্রতিরোধ্য। এই জয়ের ফলে ইন্টার মায়ামি (১৮-৭-৮) ৬২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে নিজেদের অন্তত তৃতীয় স্থান নিশ্চিত করেছে। এফসি সিনসিনাটির সাথে সমান পয়েন্ট থাকায় দ্বিতীয় স্থানে যাওয়ার সুযোগও থাকছে তাদের সামনে।
ম্যাচের প্রথমার্ধের ৩৯ মিনিটে বালতাসার রদ্রিগেজের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে চমৎকার এক বাঁকানো শটে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে তার বাড়ানো এক লম্বা পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন জর্ডি আলবা। এরপর ৬১ মিনিটে লুইস সুয়ারেজ দলের হয়ে তৃতীয় গোলটি করেন। ম্যাচের শেষ দিকে, ৮৭ মিনিটে আলবার পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন মেসি।
এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে মেসি এমএলএস-এ নিজের গোলের সংখ্যা ২৬-এ নিয়ে গেছেন, যা লীগে সর্বোচ্চ। এছাড়া তার ১৮তম অ্যাসিস্টের মাধ্যমে তিনি লিগের সর্বোচ্চ অ্যাসিস্ট প্রদানকারী হিসেবেও যুগ্মভাবে শীর্ষে উঠেছেন।
অন্যদিকে, গত মৌসুমে মায়ামিকে প্লে-অফ থেকে বিদায় করা আটলান্টা ইউনাইটেড এই হারে টানা তৃতীয় পরাজয়ের মুখ দেখল এবং বিগত পাঁচ ম্যাচে জয়হীন রইল। চোট সমস্যায় জর্জরিত আটলান্টা এই ম্যাচেও মাত্র ১৪ মিনিটে তাদের ডিফেন্ডার স্টিয়ান গ্রেগারসেনকে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে হারায়।
উল্লেখ্য, ২০২৬ সালে মায়ামি ফ্রিডম পার্কে স্থানান্তরিত হওয়ার আগে চেজ স্টেডিয়ামে এটিই ছিল ইন্টার মায়ামির শেষ নিয়মিত মৌসুমের ম্যাচ।
এমএইচএম