ম্যাচ শেষ, তবু উত্তেজনার শেষ হয়নি। ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে ৩-০ গোলে হারার পর পিএসজি কোচ লুইস এনরিকে জড়িয়ে পড়েন মারাত্মক এক বিতর্কে।
চেলসির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোকে ঘিরে ঘটে সংঘর্ষ, যার এক পর্যায়ে এনরিকে তার গলা চেপে ধরেন এবং মুখে থাপ্পড় দেন—এই দৃশ্য ধরা পড়ে 'ডিএজেডএন'-এর ক্যামেরায়।
ঘটনার পরপরই পিএসজির সহকারীদের সঙ্গে কথা বলেন এনরিকে। ক্যামেরায় তার ঠোঁট পড়তে দেখা যায়, ‘আমি বোকা। ও দাঁড়িয়ে ছিল, আমাকে ধাক্কা দেয়। আমি ছুঁয়ে দিই, আর সে লাফিয়ে পড়ে। ’
পরবর্তীতে এনরিকে বলেন, ‘আমি আমার অনুভূতি লুকাই না। এটা এমন এক পরিস্থিতি, যা সবাই এড়াতে পারত। আমি শুধু উত্তেজনা থামাতে গিয়েছিলাম। কিন্তু স্বীকার করছি—এটাই সবচেয়ে ভালো কাজ হয়নি। ’
ঘটনার সূচনা হয় পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার সঙ্গে পেদ্রোর মুখোমুখি সংঘর্ষ থেকে। কথা কাটাকাটি শুরু হলে আশরাফ হাকিমি অঙ্গভঙ্গিতে বোঝান, পেদ্রো বেশি কথা বলছে। এর মধ্যেই এনরিকে ছুটে আসেন এবং ধাক্কাধাক্কির মাঝে প্রেসনেল কিম্পেম্বে তাকে ঠেকানোর চেষ্টা করলেও, তিনি থাপ্পড় মেরে বসেন পেদ্রোকে।
ফিফার সম্ভাব্য শাস্তির মুখে এনরিকে
ম্যাচ শেষে হলেও, মাঠে মারধরের জন্য ফিফার পক্ষ থেকে এনরিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে।
আল খেলাইফির সাফাই
পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি এনরিকেকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের কোচ বিশ্বের সবচেয়ে শৃঙ্খলাপরায়ণ ও সম্মানযোগ্য ব্যক্তি। তিনি শুধু বল নিতে গিয়েছিলেন এবং ধাক্কা খেয়েছেন। কোচদের প্রতিও সম্মান থাকা উচিত। ’
এমএইচএম