ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ফুটবল

চারে চার বাংলাদেশের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১০, জুলাই ১৭, ২০২৫
চারে চার বাংলাদেশের চারে চার বাংলাদেশের

ভুটানের বিপক্ষে আগের ম্যাচেই দ্বিতীয় সারির দল নামিয়েছিলেন; এই দলের বিপক্ষে দ্বিতীয় দেখায় আরও পরীক্ষা নিরীক্ষা চালালেন বাংলাদেশ দলের কোচ পিটার জেমস বাটলার। সেই দল শুরু থেকে পেল না ছন্দ, অগত্যা দলের অন্যতম সেরা অস্ত্র স্বপ্নাকে নামাতে হলো ম্যাচের আধা ঘণ্টার মধ্যেই।

আর তাতেই বদলে গেল চিত্র, খেলায় গতি পেল লাল সবুজের মেয়েরা। দ্বিতীয়ার্ধের আধিপত্য বিস্তার করে খেলায় ভুটানকে সহজেই হারাল বাংলাদেশের মেয়েরা।

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের খেলায় বৃহস্পতিবার (১৭ জুলাই) ভুটানকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। জোড়া গোল করেন তৃষ্ণা রানী সরকার। প্রতিযোগিতায় এ নিয়ে তিন গোল পেলেন তৃষ্ণা। ম্যাচে অন্য গোলটি স্বপ্না রানীর। এর আগে টুর্নামেন্টে প্রথম খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে গোল পেয়েছিলেন ঠাকুরগাঁও থেকে উঠে আসা স্বপ্না। আর ভুটানের বিপক্ষে এই প্রতিযোগিতায় প্রথম দেখায় মঙ্গলবার ৪-১ গোলে জিতেছিল বাংলাদেশ।

এখন পর্যন্ত প্রতিটি দল সমান চারটি করে ম্যাচ খেলেছে। চার খেলায় শতভাগ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। চার খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া একমাত্র জয়ে তিন পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ভুটান। তিন জয় এবং এক পরাজয়ে ৯ পয়েন্ট নেপালের।

এদিন ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের চোখে চোখ রেখে লড়াই করতে থাকে ভুটান। আগের ম্যাচে বড় ব্যবধানে হারা দলটি শুরুতে বেশ কিছু গোলের সুযোগ তৈরি করলেও গোলের দেখা মেলেনি। ১৪ মিনিটে দারুণ এক গোলের সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। ভুটানের গোলরক্ষক পেমার হাত থেকে বল ফসকে যায়। সেখান থেকে বল নেন শ্রীমতী তৃষ্ণা রানী তবে ভুটানের ডিফেন্ডার কর্ণারের বিনিময়ে সে যাত্রায় দলকে রক্ষা করেন।  

চার মিনিট পর আবারও তৃষ্ণার আক্রমণ প্রতিহত করেন ভুটানের গোলরক্ষক। ৩১ মিনিটে শিখার ক্রস বক্সের মধ্যে পেয়ে যান তৃষ্ণা তার শট সহজেই তালুবন্দি করেন ভুটানের গোলরক্ষক। এদিন মাঝমাঠে শুরু থেকে ছন্নছাড়া ফুটবল খেলে বাংলাদেশ। সে কারণেই কি-না খেলার ৩৩ মিনিটের মাথায় বদলি হিসেবে স্বপ্না রানীকে মাঠে নামান কোচ। তাতে দ্রুতই সফলতা পায় লাল সবুজের দল। এই মিডফিল্ডার মাঠে নেমেই তৃষ্ণাকে দিয়ে গোল করান।

৩৪ মিনিট ডেডলক ভাঙেন তৃষ্ণা। বদলি নামা স্বপ্না রানীর দূর পাল্লার ক্রস থেকে বল পেয়ে যান তৃষ্ণা বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ের বুলেট গতির শটে দলকে লিড এনে দেন তিনি।  

প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রুমা আক্তারের শট ভুটানের ডিফেন্ডার ক্লিয়ার করতে চেষ্টা করেন। তবে বল পেয়ে যান স্বপ্না রানী। তার দূর পাল্লার শট ভুটানের গোলরক্ষক পেমার গ্লাভসে জমা পরলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যেতে হয় বাংলাদেশকে।

বিরতির পর তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। মুনকি, উমহেলা এবং রিতাকে মাঠে নামান কোচ পিটার বাটলার।

বিরতির পরেও আক্রমণের ধার ধরে রাখে ভুটান। গোলের ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। ম্যাচের ৫০ মিনিটে ভুটানের সাংগায় ওয়াংমোর শট ফারপোস্ট ঘেঁষে বেড়িয়ে যায়।  

৬২ মিনিটে লিড বাড়িয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন প্রথম গোলে অ্যাসিস্ট করা স্বপ্না। বক্সে তৃষ্ণাকে দেখে বল উড়িয়ে মারেন ঐশি। তৃষ্ণা বলে শট নেওয়ার আগে তাকে ফেলে দেয় ভুটানের এক ডিফেন্ডার। স্পট কিক নিতে এসে স্বপ্না বল মারেন  পোস্টের বাইরে। পরের মিনিটে ভুটানের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি আরেক বদলি খেলোয়াড় মুনকি।  

তবে ৬৫ মিনিটে ভুল করেনি বাংলাদেশ। দলকে ২-০ গোলে এগিয়ে দেন তৃষ্ণা। মূলত ভুটানের এক ডিফেন্ডারের কাছ থেকে বক্সের সামনে বল কেড়ে নেন মুনকি। তার কাছ থেকে বল পেয়ে ভুটানের এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন তৃষ্ণা। ভুটানের গোলকিপার ডানদিকে ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি।

৭৪ মিনিটে দলের লিড ৩-০ করেন স্বপ্না। প্রায় মাঝ মাঠের কাছ থেকে দূরপাল্লার শট নেন স্বপ্না, বল ক্রসবারের ভেতরে লেগে গোললাইনের ভেতর পরে। প্রথম দেখায় গোল হয়েছে কি-না তা নিয়ে সন্দেহ হলেও রেফারি গোলের বাঁশি বাজান। কারণ বল গোললাইনের ভেতরে পরে আবার বেরিয়ে আসে।  সেটি প্রথমে উপরের পোস্টে লেগে গোল লাইন অতিক্রম করে।

আজ বৃহস্পতিবার দিনের প্রথম খেলায় ৭-০ গোলে শ্রীলঙ্কাকে হারায় নেপাল। বাংলাদেশের পরের ম্যাচ শনিবার (১৯ জুলাই) শ্রীলঙ্কার বিপক্ষে। আর শেষ ম্যাচটি নেপালের বিপক্ষে সোমবার (২১ এপ্রিল)।

এআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।