ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

ফুটবল

গ্যালারিতে মেসি, সুয়ারেস-দে পলে ভর করে শেষ আটে মায়ামি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৮, আগস্ট ৭, ২০২৫
গ্যালারিতে মেসি, সুয়ারেস-দে পলে ভর করে শেষ আটে মায়ামি

চোটের কারণে মাঠের বাইরে, তবুও লিওনেল মেসিকে পাওয়া গেল ইন্টার মায়ামির ম্যাচে। তবে থাকতে হয়েছে গ্যালারিতে।

আর মাঠে? তার পুরোনো সতীর্থ লুইস সুয়ারেস এবং আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী রদ্রিগো দে পল জ্বলে উঠলেন দুর্দান্ত পারফরম্যান্সে।

লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মেক্সিকান ক্লাব পুমাস ইউএনএএমকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। মেসি খেলতে না পারলেও দলের পারফরম্যান্সে তার অনুপস্থিতি তেমন অনুভব হয়নি। বরং এই ম্যাচে প্রথম গোলের স্বাদ পেলেন দে পল, আর সুয়ারেস যেন ফিরে পেলেন পুরোনো ছন্দ।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে পিছিয়ে পড়ে মায়ামি। কিন্তু ৩৪তম মিনিটেই ম্যাচে সমতা ফেরান রদ্রিগো দে পল। সুয়ারেসের ক্রস বুক দিয়ে নামিয়ে ডিফেন্ডার ও গোলকিপারকে কাটিয়ে অনায়াসে বল পাঠান জালে। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মায়ামি।

৫৯তম মিনিটে পেনাল্টি থেকে সুয়ারেস মায়ামিকে এগিয়ে দেন ২-১ ব্যবধানে। এর ঠিক ১০ মিনিট পর আবারো তার পাস থেকেই গোল করেন তাদেও আইয়েন্দে। আর তাতেই মেক্সিকান প্রতিপক্ষের বিপক্ষে ৩-১ ব্যবধানে ম্যাচ শেষ করে শেষ আট নিশ্চিত করে মায়ামি।

তিন ম্যাচে দুই জয় ও একটি টাইব্রেকারে জয় নিয়ে ৮ পয়েন্ট অর্জন করে টেবিলের শীর্ষে মায়ামি। মেজর লিগ সকারের দলগুলোর মধ্যে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা।

আগের ম্যাচে নেকাক্সার বিপক্ষে মাত্র ১১ মিনিট খেলেই ইনজুরিতে মাঠ ছাড়েন মেসি। তিনি কবে মাঠে ফিরবেন, এখনো তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে তার গ্যালারিতে উপস্থিতি ও হাসিমুখে দলের জয় উপভোগ করার দৃশ্য হয়তো ইঙ্গিত দিচ্ছে, মেসির ফেরাও হয়তো খুব দেরি নয়।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফুটবল এর সর্বশেষ