ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

ফন ডাইকের শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় লিভারপুলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৭, সেপ্টেম্বর ১৮, ২০২৫
ফন ডাইকের শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় লিভারপুলের ছবি: সংগৃহীত

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে অ্যানফিল্ডে দারুণ এক রাত কাটাল লিভারপুল। শুরুতেই গোল করালেন মোহামেদ সালাহ, পরে নিজেও অসাধারণ এক গোল করে ব্যবধান বাড়ালেন।

বিরতির আগে আতলেতিকো এক গোল শোধ করে লড়াই জমিয়ে তোলে। শেষ দিকে সমতা ফেরালেও যোগ করা সময়ে অধিনায়ক ভার্জিল ফন ডাইকের হেডে জয় নিশ্চিত করে আর্নে স্লটের শিষ্যরা।

গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অ্যানফিল্ডে ৩-২ গোলে জিতে মাঠ ছাড়ে লিভারপুল। ম্যাচের চতুর্থ মিনিটে সালাহর নেওয়া ফ্রি কিকে আলতো ছোঁয়ায় জালে বল পাঠান অ্যান্ডি রবার্টসন। দুই মিনিট পর দুর্দান্ত নৈপুণ্যে প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলে নিচু শটে গোল করেন সালাহ। এর কিছুক্ষণ পর তার জোরাল শট সামান্য বাইরে গেলে ব্যবধান বাড়ানোর সুযোগ হারায় স্বাগতিকরা।

৪১তম মিনিটে নতুন সাইনিং আলেকসান্দার ইসাকের শট ঠেকিয়ে দেন ইয়ান ওবলাক। পরক্ষণেই ভালো অবস্থানে থেকেও ব্যর্থ হন ফ্লোরিয়ান রির্টজ। তবে এর পরই পাল্টা আক্রমণে গোল শোধ করে আতলেতিকো। জাকোমো রাসপাদোরির পাস ধরে কোনাকুনি শটে গোল করেন মার্কোস ইয়োরেন্তে।

দ্বিতীয়ার্ধে আরও গোলের সুযোগ তৈরি করে লিভারপুল। সালাহর শট পোস্টে লেগে ফিরলে হতাশ হতে হয় স্বাগতিকদের। ৮১তম মিনিটে দুর্দান্ত দূরপাল্লার শটে ইয়োরেন্তে সমতায় ফেরান আতলেতিকো।

ম্যাচ তখন ড্রয়ের দিকে যাচ্ছিল। কিন্তু যোগ করা সময়ে কর্নার থেকে হেডে বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন ফন ডাইক। তার গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।