প্রাক-মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিও আভের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে আল-নাসরকে ৪-০ ব্যবধানে জেতানোর পরও থামেননি প্রশংসিত এই তারকা।
ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে ভক্তদের উদ্দেশে তার বার্তা, ‘এখনও অনেক কিছু বাকি। ’
৪২ বছর বয়সী রোনালদো সৌদি প্রো লিগে টানা দুই মৌসুমের গোল্ডেন বুট জিতেছেন। নতুন মৌসুমের আগেই তার লক্ষ্য আরও স্পষ্ট—টানা তৃতীয়বার শীর্ষ গোলদাতা হওয়া এবং আল-নাসরকে ট্রফি এনে দেওয়া।
ক্লাবের হয়ে তিনি এখন পর্যন্ত ৯৯টি প্রতিযোগিতামূলক গোল করেছেন, অর্থাৎ আর মাত্র একটি গোল করলেই আল-নাসরের হয়েও ‘সেঞ্চুরি ক্লাব’-এ প্রবেশ করবেন। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়েও এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি।
নতুন মৌসুমে শিরোপা জয়ের জন্য রোনালদো শুধু নিজের ফর্মেই ভরসা রাখছেন না, বরং আশা করছেন ক্লাব আরও অভিজ্ঞ ও প্রমাণিত মানের খেলোয়াড় দলে নেবে। সম্প্রতি রেকর্ডমূল্যে দুই বছরের নতুন চুক্তি স্বাক্ষর করা এই তারকা জাতীয় দলের হয়েও উয়েফা নেশন্স লিগ জিতেছেন।
ক্যারিয়ারে ১ হাজার গোলের লক্ষ্য পূরণের স্বপ্ন নিয়ে রোনালদো বলছেন, মাঠে তার লড়াই এখনো শেষ হয়নি। তার ভাষায়, ‘লক্ষ্য অনেক বড়, তাই থামার সুযোগ নেই। ’
এই ম্যাচে রোনালদোর সতীর্থ ছিলেন নতুন যোগ দেওয়া পর্তুগিজ ফরোয়ার্ড হুয়াও ফেলিক্স। চেলসি থেকে সৌদি আরবে আসার পথে তাকে ‘বেনফিকা থেকে ছিনিয়ে নেওয়া’ হয়েছে—এমন অভিযোগ উঠলেও রোনালদো তা সাফ অস্বীকার করেছেন।
‘চুরি করা ভালো কিছু নয়; কেউ বেনফিকা থেকে কিছু চুরি করেনি। জোয়াও খুব মেধাবী খেলোয়াড়, সে আমাদের অনেক সাহায্য করবে। তাকে রাজি করাতে আমি ফোন করিনি, এটা আমার কাজও নয়,’ বলেন রোনালদো।
ফেলিক্সের সঙ্গে আক্রমণভাগে নতুন জুটি গড়ার পর রোনালদো আশা করছেন, আল-নাসর এবার শুধু লিগেই নয়, সব প্রতিযোগিতাতেই শিরোপার জন্য লড়বে।
এমএইচএম