ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

ফুটবল

এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাই সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, আগস্ট ১৩, ২০২৫
এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাই সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে বাংলাদেশ সংগৃহীত ছবি

সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। সেই লক্ষ্যে ঢাকায় দশ দিনের অনুশীলন শেষ করে আগামীকাল (১৪ আগস্ট) বাহরাইনের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশের যুবারা।

সেখানে ১২ দিন অবস্থান করে দলটি দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। কোচিং স্টাফদের মতে, এই বিদেশ সফরই প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।

হেড কোচ সাইফুল বারী টিটু জানিয়েছেন, ঢাকায় প্রাথমিক প্রস্তুতির পর মূল দল নিয়ে চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়ন হবে বাহরাইনেই। বসুন্ধরা কিংসের চার ফুটবলার বর্তমানে কাতারে অবস্থান করছেন; সেখান থেকে তারা ১৫ আগস্ট সরাসরি বাহরাইন যাবেন। আবাহনীর খেলোয়াড়রাও সেখানে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন।

সাম্প্রতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার হঠাৎ উপস্থিতি ও অনুশীলন করানো। এ নিয়ে প্রশ্ন উঠলেও টিটু বিষয়টিকে স্বাভাবিক ও যৌক্তিক বলেই মনে করছেন। তার ভাষায়, “ফুল কন্ট্রোল না থাকলে আমি তো হেড কোচ না। কাবরেরা অনেকদিন ধরে জাতীয় দলের সঙ্গে আছে, তার গেম মডেল বজায় রাখার জন্য ওর আসাটা অস্বাভাবিক কিছু না। যেহেতু জাতীয় দলের কয়েকজন খেলোয়াড়ও এই দলে আছে, আর অক্টোবরেই আমাদের হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ, তাই এ পদক্ষেপ যৌক্তিক। ”

দলের অভিজ্ঞ খেলোয়াড় শাকিল আহাদ তপু জানান, টিটুর দেওয়া নির্দেশনা মেনেই তারা কাজ করেছেন, আর কাবরেরা খেলায় কাঠামোগত দুর্বলতাগুলো চিহ্নিত করেছেন। তপুর ভাষায়, “ভিডিও দেখে তিনি আমাদের বোঝালেন, উৎসাহ দিলেন, আর বললেন সিনিয়ররা যেন জুনিয়রদের মোটিভেট করে। ”

এদিকে প্রো লাইসেন্স বাধ্যতামূলক হওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন অন্য কোনো বিকল্প না পেয়ে টেকনিক্যাল ডিরেক্টর টিটুকেই দায়িত্ব দিয়েছে। টিটু মনে করেন, দেশে প্রো লাইসেন্সধারী কোচ তৈরি এখন সময়ের দাবি। তিনি বলেন, “আমরা নিজেরাই চাই প্রো লাইসেন্স কোর্স আয়োজন করতে। সামনে ঘরোয়া লিগেও এটা বাধ্যতামূলক হতে পারে। ”

যুবাদের দলে আছেন মার্কিন প্রবাসী তরুণ ফুটবলার জায়ান আহমেদ। তাকে নিয়ে টিটু বলেন, “জায়ান ভালো করছে। সে স্কুল ফুটবল খেলে। প্রতিযোগিতামূলক ফুটবলে এই অভিজ্ঞতা তার জন্য চ্যালেঞ্জিং হলেও শেখার সুযোগ অনেক। ”

তপু জানান, নারী ফুটবলের সাম্প্রতিক সাফল্য তাদের অনুপ্রেরণা দিচ্ছে, তবে একই সঙ্গে চাপও তৈরি করছে। তার ভাশায়, “মেয়েরা প্রতিদিন উন্নতি করছে, এটা আমাদের জন্যও চাপ। তবে আমরা উন্নতি করছি। ভিডিও সেশনে ভুলগুলো দেখানো হয়েছে, কিভাবে ঠিক করা যায় সেই পরিকল্পনায় কাজ চলছে। বাহরাইনে হাতে যথেষ্ট সময় থাকবে, আশা করি কোনো সমস্যা হবে না। ”

তপু আরও বলেন, “দুটি প্রীতি ম্যাচ খেললে দলের কম্বিনেশন আরও ভালো হবে। দেশবাসীকে ভালো কিছু উপহার দিতে চাই। ফুটবলে এখন একটা জোয়ার চলছে, আমরাও চাই ভালো কিছু করতে। ”

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।