ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

ফুটবল

ইনজুরি থেকে ফিরেই গোল-অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১১, আগস্ট ১৭, ২০২৫
ইনজুরি থেকে ফিরেই গোল-অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি লিওনেল মেসি/সংগৃহীত ছবি

ইনজুরি থেকে ফিরেই জ্বলে উঠলেন লিওনেল মেসি। বদলি নামার পর গোল আর অ্যাসিস্টে জেতালেন ইন্টার মায়ামিকে।

 

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে আজ মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়ন এলএ গ্যালাক্সিকে ৩–১ গোলে হারিয়েছে মায়ামি।

৩৮ বছর বয়সী আর্জেন্টাইন সুপারস্টার গত ২ আগস্ট নেকাসার বিপক্ষে লিগস কাপের ম্যাচে হ্যামস্ট্রিংয়ের হালকা চোটে পড়েছিলেন। সেই কারণে তিনি পুমাস উনাম ও অরল্যান্ডো সিটির বিপক্ষে খেলতে পারেননি।  

কোচ হাভিয়ের মাচেরানোর ভাষায়, ‘খুব ছোট একটা সমস্যা ছিল। কয়েকদিন অনুশীলন করেছে, ম্যাচে নামার পর ধীরে ধীরে আরও স্বচ্ছন্দ হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘লিও সব ম্যাচ খেলতে চায়। আমরা তাকে ধীরে নিতে বলি, কিন্তু সে নিজেকে সবচেয়ে ভালো জানে। আজ কেবল কিছু মিনিট দেওয়ার পরিকল্পনা ছিল, যাতে বুধবারের আগে ভালোভাবে ম্যাচ ফিট হয়ে ওঠে। ’

প্রথমার্ধে জর্দি আলবার গোলে এগিয়ে যায় মায়ামি, তবে ৫৯ মিনিটে সমতা ফেরান গ্যালাক্সির জোসেফ পেইন্টসিল। ৮৪ মিনিটে বদলি হিসেবে নামা মেসি দুর্দান্ত এক বাঁ পায়ের শটে গোল করে দলকে আবার এগিয়ে দেন। শেষ মুহূর্তে লুইস সুয়ারেসকে অ্যাসিস্ট দিয়ে নিশ্চিত করেন ৩–১ ব্যবধানের জয়।

মেজর লিগে গত মৌসুমের সেরা খেলোয়াড় মেসি এ পর্যন্ত এবারের মৌসুমে ১৯ ম্যাচে ১৯ গোল ও ১০টি অ্যাসিস্ট করেছেন। তার দল এখন পূর্বাঞ্চলীয় কনফারেন্সে চতুর্থ স্থানে, শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে আছে, তবে হাতে আছে তিনটি ম্যাচ।  

আগামী বুধবার লিগস কাপের কোয়ার্টার ফাইনালে টাইগ্রেসের মুখোমুখি হবে মায়ামি।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।