লা লিগার নতুন মৌসুম শুরুতেই দাপট দেখাল বার্সেলোনা। শনিবার মায়োর্কার মাঠে বর্তমান চ্যাম্পিয়নরা ৩–০ গোলের জয় পেয়েছে, যেখানে লামিনে ইয়ামাল ও রাফিনিয়া ছিলেন মূল নায়ক।
ম্যাচের মাত্র ৭ মিনিটেই এগিয়ে যায় বার্সা। ইয়ামালের বাঁকানো ক্রস থেকে কাছ থেকে হেডে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। এরপর ২৩ মিনিটে ফেরান তোরেসের দূরপাল্লার শটে আসে দ্বিতীয় গোল। গোলের আগে মায়োর্কার এক খেলোয়াড় বল লেগে মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়লেও খেলা থামাননি রেফারি। এতে ক্ষুব্ধ হয় স্বাগতিক দল।
প্রথমার্ধেই দুই লাল কার্ডে ভেঙে পড়ে মায়োর্কা। ৩৩ মিনিটে ইয়ামালকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন মানু মরলানেস। এরপর ৩৯ মিনিটে ভেদাত মুরিকি উঁচু বলে ক্লিয়ার করতে গিয়ে বার্সার নতুন গোলরক্ষক হুয়ান গার্সিয়ার মাথায় লাথি মারলে ভিএআর দেখে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
অতিরিক্ত সময়ে ইয়ামাল নিজেই দারুণ এক শটে গোল করে ব্যবধান দাঁড় করান ৩–০ তে। ইনজুরির কারণে মাঠে ছিলেন না রবার্ত লেভানদোভস্কি। তার বদলে ৬৯ মিনিটে বদলি হিসেবে নামেন নতুন সাইনিং মার্কাস রাশফোর্ড।
ম্যাচটি নতুন গোলরক্ষক গার্সিয়ার জন্য ছিল স্বপ্নের অভিষেক। এস্পানিওল থেকে আসা এই কিপারকে তেমন কষ্টই করতে হয়নি। নিয়মিত গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন পিঠের অস্ত্রোপচারের জন্য বাইরে থাকায় গার্সিয়া সুযোগ পান।
এদিন অন্য ম্যাচগুলোতে রাইয়ো ভায়েকানো ৩–১ গোলে হারিয়েছে জিরোনাকে, আর ভিয়ারিয়াল ২–০ তে জিতেছে ওভিয়েদোর বিপক্ষে। রোববার আতলেতিকো মাদ্রিদ খেলবে এস্পানিওলের মাঠে। মঙ্গলবার রিয়াল মাদ্রিদ আতিথ্য দেবে ওসাসুনাকে।
এমএইচএম