ওল্ড ট্র্যাফোর্ডে গতকাল রাতে সুযোগের পর সুযোগ নষ্ট করে ব্যর্থ হলো ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচজুড়ে দাপট দেখালেও গোল খুঁজে পায়নি তারা।
এবারের প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো মুখোমুখি হওয়া দুই দলের লড়াইয়ে ১-০ গোলে জিতেছে মিকেল আর্তেতার আর্সেনাল। জয়সূচক একমাত্র গোলটি করেন ইতালিয়ান ডিফেন্ডার রিকার্দো কালাফিওরি।
ম্যাচে বল দখল ও আক্রমণে স্পষ্ট এগিয়ে ছিল হুবেন আমুরির ইউনাইটেড। পুরো ম্যাচে ৬২ শতাংশ পজেশন ধরে রেখে ২২ বার শট নেয় তারা, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে আর্সেনালের ৯ শটের মধ্যে ৩টি লক্ষ্যে থাকে। কিন্তু কার্যকারিতায় পিছিয়ে পড়েই হারের তেতো স্বাদ নিতে হয় স্বাগতিকদের।
ত্রয়োদশ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। কর্নার থেকে বল ক্লিয়ার করার চেষ্টা ব্যর্থ হয় ইউনাইটেড গোলরক্ষক বায়িন্দির। তার হাত ছুঁয়ে যাওয়া বল হেডে জালে পাঠান কালাফিওরি।
এরপর বেশ কয়েকবার সমতায় ফেরার সুযোগ তৈরি করে ইউনাইটেড। ৩০তম মিনিটে প্যাট্রিক ডগুর নিচু শট গোললাইনে ঠেকায় প্রতিপক্ষ রক্ষণ। ৩৮তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাথেউস কুইয়ার শট দারুণভাবে ফিরিয়ে দেন গোলরক্ষক দাভিদ রায়া। দ্বিতীয়ার্ধে ৭৩তম মিনিটে ব্রায়ান এমবুমোর হেড ঠেকিয়ে আরেকটি নিশ্চিত গোল বাঁচান তিনি।
নিষ্প্রভ ছিলেন ইউনাইটেডের নতুন স্ট্রাইকার ভিক্তর ইয়োকেরেশ। তাকে এক ঘণ্টা পর তুলে নিয়ে কাই হাভার্টজকে নামান কোচ আমুরি। তবে তাতেও কপাল ফেরেনি লাল শিবিরের।
দিনের অন্য ম্যাচে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে চেলসি। আর ব্রেন্টফোর্ডকে ৩-১ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্ট।
আরইউ