ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ফুটবল

প্রস্তুতির শুরুতে হোঁচট, তবে আত্মবিশ্বাস অটুট যুবাদের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৭, আগস্ট ১৯, ২০২৫
প্রস্তুতির শুরুতে হোঁচট, তবে আত্মবিশ্বাস অটুট যুবাদের

ভিয়েতনামে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের আগে নিজেদের ঝালিয়ে নিতে বাহরাইনে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশের যুবারা।  

সোমবার রাতে ক্লোজ-ডোর ম্যাচে বাহরাইনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে তারা।

তবে খেলোয়াড় ও কোচদের কণ্ঠে আত্মবিশ্বাসের ঘাটতি নেই।

কোচ সাইফুল বারী টিটু এই ম্যাচে দলের পাশাপাশি খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্যও যাচাই করেছেন। প্রায় সব খেলোয়াড়কে সুযোগ দিয়ে দলকে মূল্যায়ন করেছেন তিনি।

ম্যাচ শেষে বাফুফের পাঠানো ভিডিও বার্তায় ফরোয়ার্ড মিরাজুল ইসলাম বলেন, ‘আলহামদুলিল্লাহ সবাই মাঠে নেমেছে এবং ভালো পারফরম্যান্স করেছে। কিছু ভুল ছিল, যেগুলো শুধরে আমরা পরের ম্যাচে আরও ভালো করবো। ’

সহকারী কোচ হাসান আল মামুনও প্রস্তুতির দিক থেকে সন্তুষ্ট, ‘এই ম্যাচটা ছিল দলকে পরখ করে দেখার। আমরা সবাইকে খেলিয়েছি এবং খেলোয়াড়রাও নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। ’

আগামী ২২ আগস্ট দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ ও বাহরাইন। সেই ম্যাচে আরও উন্নত পারফরম্যান্সের আশা করছেন দলের সদস্যরা।

মূল টুর্নামেন্ট সামনে রেখে অনূর্ধ্ব-২৩ দলে রয়েছে দৃঢ় প্রত্যয়। দেশ ছাড়ার আগে যেমন কোচ সাইফুল বারী টিটু বলেছিলেন, তেমনই মিরাজুলও জানালেন তাদের উচ্চাশা, ‘ভিয়েতনামে আমাদের একটি লক্ষ্য রয়েছে, সেটি পূরণ করতে এখান থেকে ভালো প্রস্তুতি নিতে চাই। ’

এদিকে ঢাকায় নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ (৬ ও ৯ সেপ্টেম্বর) সামনে রেখে জাতীয় দলও শুরু করেছে প্রস্তুতি। গতকাল বাংলাদেশ পুলিশ এএফসির বিপক্ষে একটি ওয়ার্মআপ ম্যাচ খেলেছে জামাল ভূইয়ারা। গোলশূন্য ড্র হলেও নতুন খেলোয়াড়দের কার্যকারিতা যাচাই করার সুযোগ পেয়েছে কোচিং স্টাফ।

আন্তর্জাতিক মঞ্চে ভালো ফল পেতে এ ধরনের প্রস্তুতি ম্যাচগুলোকে গুরুত্বপূর্ণ বলছেন সংশ্লিষ্টরা।

এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।