২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের সেপ্টেম্বরে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের জন্য আর্জেন্টিনার প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। আগের স্কোয়াডের তুলনায় এই দলে এসেছে বেশ কিছু পরিবর্তন।
চেলসির এই মিডফিল্ডার কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। তার জায়গায় ডাক পেয়েছেন পোর্তোর মিডফিল্ডার অ্যালান বারেলা। আগের ডাবল রাউন্ডে দলে থাকা এনসো বারেনেচিয়া এবার সুযোগ পাননি। চোটের কারণে বাইরে আছেন নিকো ডোমিঙ্গেসও, যিনি মে মাসে হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন।
এদিকে ডিফেন্সেও পরিবর্তন এসেছে। ফর্মে থাকা ভালেন্তিন বার্কো (স্ত্রার্সবুর্গ) বাদ পড়েছেন। তার পরিবর্তে ডাক পেয়েছেন বোর্নমাউথের হুলিও সোলের। অন্যদিকে রিভার প্লেটে ফিরে ফর্মে আসা মার্কোস আকুনিয়া ফিরেছেন দলে। তবে তাকে একাদশে জায়গা পেতে লগতে হবে অভিজ্ঞ নিকোলাস তাগলিয়াফিকোর সঙ্গে।
ফরোয়ার্ড লাইনে জায়গা হয়নি ভালেন্তিন কাস্তেয়ানোস (লাজিও) ও সান্তি কাস্ত্রোর (বোলোনিয়া)। এছাড়া প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন জোসে মানুয়েল লোপেস।
ডিফেন্স থেকে বাদ পড়েছেন কেভিন লোমোনাকো (ইন্ডিপেন্ডিয়েন্তে) ও মারিয়ানো ট্রোয়ালো (পার্মা)। একইভাবে জায়গা হয়নি রোমার পাওলো দিবালা ও মাতিয়াস সুলেরও। অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডে অনিশ্চয়তার কারণে আর্জেন্টিনা দলে জায়গা হারিয়েছেন আলেহান্দ্রো গার্নাচো।
আরইউ