ফিফার সর্বশেষ পুরুষদের র্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে স্পেন। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দুই ধাপ পিছিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে।
সেপ্টেম্বরের শুরুতে একুয়েডরের বিপক্ষে আর্জোন্টিনার ১-০ গোলে হার এই র্যাংকিংয়ে ধরা হয়নি। তবে কলম্বিয়ার সঙ্গে ১-১ ড্র এবং ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারানোর ফলাফল ধরা হয়েছে। তবুও অবশ্য ফ্রান্স ও স্পেন দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নদের টপকে গেছে।
চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্টের উন্নতি হয়েছে। এছাড়া ব্রাজিলকে টপকে পাঁচ নম্বরে উঠে এসেছে পর্তুগাল। অন্যদিকে, জার্মানির অবনমন হয়েছে তিন ধাপ, তাদের অবস্থান এখন ১২তম। তাদের ওপরে উঠে গেছে ক্রোয়েশিয়া, ইতালি ও মরক্কো।
ব্রিটিশ দ্বীপপুঞ্জের দলগুলোর মধ্যে ওয়েলস এক ধাপ এগিয়ে ৩০তম, স্কটল্যান্ড চার ধাপ লাফিয়ে উঠে গেছে ৪৩তম স্থানে। তবে রিপাবলিক অব আয়ারল্যান্ড এক ধাপ নেমে ৬১তম, আর নর্দার্ন আয়ারল্যান্ড ৭১ থেকে নেমে গেছে ৭২তম স্থানে।
সবচেয়ে বড় অগ্রগতি করেছে স্লোভাকিয়া। জার্মানিকে ২-০ গোলে হারানোয় তারা ১০ ধাপ এগিয়ে উঠে এসেছে ৪২তম স্থানে।
আরইউ