ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

ফুটবল

স্বদেশী কোচেই ইতালির জয়

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৬, জুন ১৫, ২০১৪
স্বদেশী কোচেই ইতালির জয়

ঢাকা: চেজার প্রানদেল্লি। ইতালির এক সময়কার সেরা ফুটবল তারকা।

তবে তার চেয়েও সেরা তিনি কোচ হিসেবে।

এর আগে ২০১০ সালেও তিনি ইতালিকে প্রশিক্ষণ দিয়েছিলেন।

শনিবার দিনগত রাত ৪টায় ইংল্যান্ডের বিপক্ষে স্বদেশী কোচের হাত ধরে ফুটবলের জনক ইংল্যান্ডকে গতি ও ফুটবল জাদুতে হারিয়ে দিলো ইতালি।

এবারের বিশ্বকাপে যে কয়টি দল স্বদেশী কোচ নিয়ে বিশ্বকাপ খেলছে তার মধ্যে ইতালি অন্যতম।

আর এ ম্যাচ জিতে গ্রুপ পর্বের বাধা টপকে দ্বিতীয় রাউন্ডে যাবার পথ অনেকটাই পরিস্কার করে নিয়েছে ইতালি। যার সিংহভাগ অবদান দরের স্বদেশী কোচ চেজার প্রানদেল্লিরই।

বাংলাদেশ সময়: ০৬৪৬ ঘণ্টা, জুন ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।